Uttar Pradesh: স্ত্রীয়ের মৃত্যুর পর মেয়েকে ভোগ, বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের নাবালিকার
ধর্ষণে বাবাকে বাধা দিলে মেয়েকে নির্মমভাবে মারধর করতেন অভিযুক্ত। মারের ভয়ে বাবার যৌন নির্যাতন সহ্য করে নিত মা মরা মেয়ে।
লখনউ, ২৬ অক্টোবরঃ স্ত্রীয়ের মৃত্যুর পর নিজের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বাবার যৌন লালসার শিকার ১৬ বছরের মেয়ে। দিনের পর দিন নিজের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে খোদ বাবার বিরুদ্ধে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফাতার করেছে অভিযুক্ত ব্যক্তিকে। যোগীরাজ্যের (Uttar Pradesh) এমন লজ্জাজনক ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
উত্তরপ্রদেশ গ্রামীন পুলিশ সুপার সূত্রে খবর, প্রায় এক দশক আগে স্ত্রীকে হারিয়েছেন অভিযুক্ত ব্যক্তি। মেয়েকে নিয়ে থাকতেন তিনি। কিশোরী মেয়ের অসহায়তার সুযোগ নিয়ে তাকে লাগাতার ধর্ষণ করেন তিনি। ধর্ষণে বাবাকে বাধা দিলে মেয়েকে নির্মমভাবে মারধর করতেন অভিযুক্ত। মারের ভয়ে বাবার যৌন নির্যাতন সহ্য করে নিত মা মরা মেয়ে। পরিবারের কাছে বাবার ঘৃণ্য অপরাধের কথা জানিয়েও বিশেষ লাভ হয়নি। পরিবারের তরফেই পঞ্চায়েতে বিষয়টি জানানো হয়। গ্রামের পঞ্চায়েত সদস্যরা অভিযুক্তকে কেবল সতর্ক করে বিষয়টি মিটমাট করানোর চেষ্টা করেন। তবে অভিযুক্ত ব্যক্তি এরপরেও শোধরায়নি। পঞ্চায়েতে জানাজানি, সতর্কবার্তা সত্ত্বেও নিজের জঘন্য অপরাধ চালিয়ে যায়।
কোন উপায় না পেয়ে সাহস জুগিয়ে নির্যাতিতা শেষমেশ পুলিশের দারস্ত হয়। নিজের বাবার বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে সে। নির্যাতিতা কিশোরীর দায়ের করা এফআইআর-এর FIR) ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত ব্যক্তি তথা তার বাবাকে। মেডিক্যাল পরীক্ষার জন্যর পাঠানো হয়েছে কিশোরীকে। ঘটনার বিশদে তদন্ত চালাচ্ছে পুলিশ।