IPL Auction 2025 Live

Uttar Pradesh Horror: শ্লীলতাহানির প্রতিবাদ করায় জোর করে খাওয়ানো হল স্যানিটাইজার, বরেলিতে মৃত্যু প্রতিবাদী কিশোরীর

জোর করে স্যানিটাইজার খাওয়ানোর পরে মেয়েটির অবস্থা আরও খারাপ হয়, তারপরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, বেসরকারি হাসপাতাল থেকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Molestation, Representational Image (Photo Credit: Pixabay)

উত্তরপ্রদেশের বরেলি থেকে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। সেখানে শ্লীলতাহানির বিরোধিতা করায় ১৬ বছরের এক কিশোরীকে কিছু যুবক জোর করে স্যানিটাইজার পান করতে বাধ্য করে, ঘটনার পরেই মেয়েটির মৃত্যু হয়। এ ঘটনায় নিহত কিশোরীর পরিবার ও স্বজনরা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে নিহত তরুণীর লাশ রাস্তায় রেখে বিক্ষোভ প্রদর্শন করে।

জানা গেছে ঘটনাটি ঘটেছে ২৭ জুলাই। একাদশ শ্রেনীর ঐ ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল। তখন উদেশ রাঠোড় নামক অভিযুক্তদের একজন তাকে থামিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। উদ্দেশের সঙ্গে আরও তিন যুবক উপস্থিত ছিলেন। ছাত্রী শ্লীলতাহানির প্রতিবাদ করলে তাকে স্যানিটাইজার পান করতে বাধ্য করা হয়। নিহত কিশোরীর ভাই তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা এর একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেছে।

জোর করে স্যানিটাইজার খাওয়ানোর পরে মেয়েটির অবস্থা আরও খারাপ হয়, তারপরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, বেসরকারি হাসপাতাল থেকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এসপি ভাটি বলেন,মামলার অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে এবং এলাকায় চারটি পুলিশ দল মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন ময়নাতদন্তের রিপোর্টে যে তথ্য আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।