Akbar ‘Allahabadi's Name Changed to Akbar 'Prayagraji': আকবর এলাহাবাদি হয়ে গেলেন আকবর ‘প্রয়াগরাজি’! ব্যাপারটা কী?

নামে কী আসে যায়, বলেছিলেন শেকসপীয়র। কিন্তু জায়গার সঙ্গে জুড়ে থাকা নাম যদি বদলে যায়, তবে তা দুঃখের বইকি। এবার নাম বদলের গেরোয় বদলে গেলেন বিখ্যাত কবিও। কবি আকবর এলাহাবাদির নাম হয়ে গেন আকবর ‘প্রয়াগরাজি’।

Akbar Allahabadi (Photo Credits; Wikimedia Commons)

লখনউ, ২৯ ডিসেম্বর:  নামে কী আসে যায়, বলেছিলেন শেকসপীয়র। কিন্তু জায়গার সঙ্গে জুড়ে থাকা নাম যদি বদলে যায়, তবে তা দুঃখের বইকি। এবার নাম বদলের গেরোয় বদলে গেলেন বিখ্যাত কবিও। কবি আকবর এলাহাবাদির নাম হয়ে গেন আকবর ‘প্রয়াগরাজি’। ঘটনাটি ঘটেছে এলাহাবাদের নাম প্রয়াগরাজ হওয়ার পরেই। উত্তরপ্রদেশ উচ্চশিক্ষা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে লেখা আকবর ‘প্রয়াগরাজি’। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শোরগোল। এদিকে ওয়েবসাইটে এতবড় ওলটপালটের দায় হ্যাকারের ঘাড়ে চাপিয়ে দায় সেরেছে উত্তরপ্রদেশ উচ্চশিক্ষা সার্ভিস কমিশন।আরও পড়ুন- Andhra Pradesh: ১ কোটি ভোট দিলে ৭০ টাকায় মদ, বললেন বিজেপি নেতা

কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানতে শুরু হয়েছে তদন্ত। অভিযুক্তকে চিহ্নিত করতে পারলে কঠোর শাস্তির বন্দোবস্ত হবে।