Uttar Pradesh: প্রেমিকের সঙ্গে ধরে ফেলায় বাবাকে খুন করল মেয়ে, নির্মম ঘটনা হাথরসে

গত ২ দিন আগে ওই কিশোরী বাড়িতে ফেরে এবং বাবা, মা পরিবারের সঙ্গে আবার নতুন করে থাকতে শুরু করে। গত ২ দিন আগে বাড়িতে আসার পর তাকে ফের প্রেমিকের সঙ্গে দেখা যায়। এবার বাড়ির ভিতরেই সে প্রেমিকের সঙ্গে বাবার হাতে ধরা পড়ে।

Murder, Representational Image (Pixabay)

লখনউ, ৮ জুন: প্রেমিকের সঙ্গে ধরে ফেলায় বাবাকে খুন করল মেয়ে। উত্তরপ্রদেশের হাথরসে এমনই একটি ঘটনার জেরে ফের চাঞ্চল্য ছড়ায়। রিপোর্টে প্রকাশ, হাথরসে দশম শ্রেণির এক ছাত্রী সম্প্রতি তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। ১৫ দিন আগে ওই কিশোরী প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে সম্প্রতি ফেরৎ আসে বাড়িতে।

আরও পড়ুন: Mumbai- Live-in Relationship and Murder: শ্রদ্ধার স্মৃতি উসকে ভয়াবহ কাণ্ড মুম্বইতে, লিভ-ইন পার্টনারকে খুনের পর দেহ টুকরো করল 'প্রেমিক'

গত ২ দিন আগে ওই কিশোরী বাড়িতে ফেরে এবং বাবা, মা পরিবারের সঙ্গে আবার নতুন করে থাকতে শুরু করে। গত ২ দিন আগে বাড়িতে আসার পর তাকে ফের প্রেমিকের সঙ্গে দেখা যায়। এবার বাড়ির ভিতরেই সে প্রেমিকের সঙ্গে বাবার হাতে ধরা পড়ে। যা নিয়ে বাবা তাকে মারধর এবং বকাবকি করলে, চরম ঘটনা ঘটে। বকাবকি, মারধরের জেরে ওই কিশোরী নিজের বাবাকে খুন করে বলে অভিযোগ। যে ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের চাঞ্চল্য ছড়ায়।