Uttar Pradesh: ফ্রিজ, কুলার, পাখা চালানোয় বিদ্যুতের বিল এল ৩.৯ লক্ষ টাকা, অবাক করা ঘটনায় জল্পনা
রিপোর্টে প্রকাশ, কানপুরের যে পরিবারের হাতে ৩.৯ লক্ষ টাকার বিদ্যুতের বিল এসেছে, তাঁদের ঘরে ফ্রিজ, কুলার এবং ২টি পাখা রয়েছে। টিনের ছাউনির কাঁচা বাড়িতে ওই পরিবার বসবাস করেন।
দিল্লি, ৩ জুলাই: বিদ্যুতের বিলে জর্জরিত মানুষ। দেশের প্রায় প্রত্যেক রাজ্য থেকে কোনও না কোনও সময় অতিরিক্ত বিদ্যুতের বিলের খবর আসছে। এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরের (Kanpur) বাসিন্দা এক পরিবার প্রায় ৪ লক্ষ টাকার বিদ্যুতের বিল হাতে পান। শুনতে অবাক লাগলেও, কানপুরের একটি পরিবার এবার হাতে ৩.৯ লক্ষ টাকার বিদ্যুতর বিল (Electricity Bill) পান।
রিপোর্টে প্রকাশ, কানপুরের যে পরিবারের হাতে ৩.৯ লক্ষ টাকার বিদ্যুতের বিল এসেছে, তাঁদের ঘরে ফ্রিজ, কুলার এবং ২টি পাখা রয়েছে। টিনের ছাউনির কাঁচা বাড়িতে ওই পরিবার বসবাস করেন। গত ৪,৫ মাস ধরে কানপুরের ওই পরিবার কোনও বিদ্যুতের বিল হাতে পাননি। এরপর চন্দ্রশেখর নামে ওই বাড়ির সদস্য বিদ্যুৎ অফিসে যান। বিদ্যুত দফতরের অফিসে যেতেই চন্দ্রশেখরকে ৩.৯ লক্ষ টাকার বিল ধরানো হয় বলে খবর।
যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়। বিদ্যুৎ দফতর এরপর বিষয়টি নিয়ে পরীক্ষানীরিক্ষা করে জানায়, টেকনিকাল সমস্যার জন্য চন্দ্রশেখ রকে ওই বিল ধরানো হয়। শিগগরিই তা সংশোধন করা হবে বলে দেওয়া হয় আশ্বাস।