IPL Auction 2025 Live

Uttar Pradesh: দলিত ছাত্রকে দিয়ে পা চাটানোর অভিযোগ, ভিডিয়ো ঘিরে শোরগোল উত্তরপ্রদেশে, আটক ৬

২ মিনিট ৩০ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, দশম শ্রেণির এক ছাত্র হাঁটু মুড়ে বসে রয়েছে, কান ধরে। মোটরবাইকে বসা এক যুবক দশম শ্রণির ছাত্রকে বিভিন্ন ধরনের কথা বলে তাঁর উপর মানসিক অত্যাচার শুরু করেছে।

Uttar Pradesh (Photo Credit: Wikipedia)

লখনউ, ১৯ এপ্রিল:  উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ফের প্রকাশ্যে শ্রেণি বৈষম্য। এবার দশম শ্রেণির এক দলতি (Dalit) ছাত্রকে দিয়ে পা চাটানোর অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। সম্প্রতি উত্তরপ্রদেশের রায়বেরিলি থেকে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে দশম শ্রেণির এক ছাত্রকে দিয়ে পা চাটানোর অভিযোগ ওঠে। উত্তরপ্রদেশের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, রায়বেরিলির ওই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্তের খোঁজে এখনও তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে। রায়বেরিলির পুলিশ আধিকারিক শ্লোক কুমার জানান, দলিত ছাত্রকে দিয়ে পা চাটানোর ঘটনায় মূল অভিযুক্ত নাবালক।

২ মিনিট ৩০ সেকেন্ডের ওই ভিডিয়োতে (Video) দেখা যাচ্ছে, দশম শ্রেণির এক ছাত্র হাঁটু মুড়ে বসে রয়েছে, কান ধরে। মোটরবাইকে বসা এক যুবক দশম শ্রণির ছাত্রকে বিভিন্ন ধরনের কথা বলে তাঁর উপর মানসিক অত্যাচার শুরু করেছে। মোটরবাইকে বসা যুবকের পাশে আরও বেশ কয়েকজনকে বসে থাকতে দেখা যায়। যারা প্রত্যেকে মাটিতে বসে থাকা যুবককে প্রশ্ন করতে শুরু করে, সে আর এই ধরনের কাজ করবে কি না?

আরও পড়ুন:  COVID 19 In Delhi: করোনা বাড়ছে দিল্লিতে, স্কুল নিয়ে বড় সিদ্ধান্তের পথে কেজরিওয়াল সরকার

রায়বেরিলির ওই ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। ভিডিয়ো প্রকাশ্যে আসতে পুলিশ (Police) পরপর ৬ জনকে আটক করে।

]