IPL Auction 2025 Live

The Kerela Story: হলে বসে সপারিষদ 'দ্য কেরালা স্টোরি' দেখলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

বিভাজনের আড়াআড়িভাব পুরো পরিষ্কার। মমতা বন্দ্য়োপাধ্যায় বাংলায় যে সিনেমা নিষিদ্ধ ঘোষণা করেছেন, সেটাই হলে বসে দেখলেন ইউপির মুখ্যমন্ত্রী।

Photo Credits: ANI

লখনৌ, ১২ মে: বিভাজনের আড়াআড়িভাব পুরো পরিষ্কার। মমতা বন্দ্য়োপাধ্যায় বাংলায় যে সিনেমা নিষিদ্ধ ঘোষণা করেছেন, সেটাই হলে বসে দেখলেন ইউপির মুখ্যমন্ত্রী। শুক্রবার দুপুরে একেবারে সপারিষদ লখনৌয়ের হলে বসে 'দ্য কেরালা স্টোরি' দেখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh Chief Minister Yogi Adityanath)। যোগীর সঙ্গে ছিলেন তাঁর মন্ত্রিপরিষদের সদস্য, কলেজ পড়ুয়ারা। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও মধ্যপ্রদেশে (Madhya Pradesh)( করমুক্ত হয়েছে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-রা এই সিনেমাটি দেখার পর উচ্ছ্বাসপ্রকাশ করেছেন।

প্রথম থেকেই বিজেপি বুঝিয়ে দিয়েছে বিতর্কিত 'দ্য কেরালা স্টোরি' সিনেমাটির বিষয়ে তাদের সমর্থন আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকে ভোটের প্রচারে দ্য কেরালা স্টোরির পক্ষে সরব হন। যদিও পশ্চিমবঙ্গে আদা শর্মা অভিনীত এই সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

দেখুন ভিডিয়ো

তামিলনাড়ুর সিনেমা হল মালিকরা ছবিটিকে না দেখানোর সিদ্ধান্ত নেন। কেরলে সিপিএম সরকার এই ছবিটি প্রোপগান্ডা অ্যাখা দিয়ে, মোদী সরকারের চক্রান্ত বলেছে।