Uttar Pradesh: 'সর্দার প্যাটেল, গান্ধীর সঙ্গে দেশ স্বাধীন করেছেন জিন্না', অখিলেশের মন্তব্যে বিতর্ক

বেফাঁস মন্তব্য করে বিজেপির নিশানায় সমাজবাদী পার্টির (SP) সভাপতি অখিলেশ যাদব (Akhilesh Yadav)। হারদোইতে দলীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ বলেন, "সর্দার প্যাটেল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, মহম্মদ আলি জিন্না (Muhammad Ali Jinnah), তাঁরা সবাই একই প্রতিষ্ঠান থেকে বেরিয়েছেন। তাঁরা সবাই একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, তাঁরা ব্যারিস্টার হয়েছেন এবং স্বাধীনতা এনেছেন।" সর্দার বল্লভভাই প্যাটেলকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করে অখিলেশ আরও বলেছিলেন, "সর্দার প্যাটেল দেশের জমি জানতেন, সর্দার প্যাটেল জমি ধরে রাখার সিদ্ধান্ত নিতেন, তিনি জমি বুঝতেন। সেই বুঝে সিদ্ধান্ত নিতেন। সেজন্যই তাঁকে বলা হয় ভারতের লৌহমানব।"

অখিলেশ যাদব (Photo Credits: IANS)

লখনউ, ১ নভেম্বর: বেফাঁস মন্তব্য করে বিজেপির নিশানায় সমাজবাদী পার্টির (SP) সভাপতি অখিলেশ যাদব (Akhilesh Yadav)। হারদোইতে দলীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ বলেন, "সর্দার প্যাটেল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, মহম্মদ আলি জিন্না (Muhammad Ali Jinnah), তাঁরা সবাই একই প্রতিষ্ঠান থেকে বেরিয়েছেন। তাঁরা সবাই একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, তাঁরা ব্যারিস্টার হয়েছেন এবং স্বাধীনতা এনেছেন।" সর্দার বল্লভভাই প্যাটেলকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করে অখিলেশ আরও বলেছিলেন, "সর্দার প্যাটেল দেশের জমি জানতেন, সর্দার প্যাটেল জমি ধরে রাখার সিদ্ধান্ত নিতেন, তিনি জমি বুঝতেন। সেই বুঝে সিদ্ধান্ত নিতেন। সেজন্যই তাঁকে বলা হয় ভারতের লৌহমানব।"

বিজেপি অবশ্য এসপি সভাপতির মন্তব্যের কড়া নিন্দা করেছে যে জিন্না ভারতের স্বাধীনতা আন্দোলনের নায়ক ছিলেন। একটি টুইটে অখিলেশ যাদবের ভাষণের ভিডিয়ো ক্লিপ পোস্ট করে বিজেপি লিখেছে, "সর্দার প্যাটেলের জন্মবার্ষিকীতে অখিলেশ যাদব কেন জিন্নার প্রশংসা করছেন?"

বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠী বলেছেন, "অস্ট্রেলিয়ায় পড়াশোনা করা অখিলেশ যাদবের কাছ থেকে এই কথা শুনে মুলায়ম সিং যাদবেরও মাথা নিচু হয়ে যাবে। দেশ মহম্মদ আলি জিন্নাকে দেশভাগের খলনায়ক বলে মনে করে। জিন্নাকে স্বাধীনতার নায়ক বলা রাজনীতি। মুসলিম তুষ্টি।" বিজেপি সাংসদ ব্রিজলালও অখিলেশ যাদবের দিকে মুসলিম তোষণ ও ভোটব্যাঙ্কের রাজনীতি করার অভিযোগ এনেছেন।



@endif