Uttar Pradesh: বাড়ির মধ্যে বেআইনি ভিড় করে নামাজ পাঠ, মোরাদবাদ পুলিশের নিশানায় ২৬ জন
বেআইনিভাবে বাড়ির মধ্যে জনবহুল পরিস্থিতি তৈরি করে চলল নামাজ পাঠ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর প্রদেশের মোরাদাবাদের (Uttar Pradesh) দুলহেপুর গ্রামে।
মোরাদাবাদ, ২৯ অগাস্ট: বেআইনিভাবে বাড়ির মধ্যে জনবহুল পরিস্থিতি তৈরি করে চলল নামাজ পাঠ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর প্রদেশের মোরাদাবাদের (Uttar Pradesh) দুলহেপুর গ্রামে। প্রতিবেশীদের অভিযোগ, বাড়ির দুই জনের আহ্বানে প্রায় ২৬ জন সেখানে নামাজ পড়তে চলে আসেন। কোনওরকম সরকারি অনুমতি ছাড়া এই জমায়েত কেন হল? তানিয়ে প্রশ্ন উঠেছে। আরও পড়ুন-Mathura Child Kidnapping Video: ঘুমন্ত মায়ের কোল থেকে ৭ মাসের শিশুকে অপহরণ, দেখুন ভিডিও
এই প্রসঙ্গে মোরাদাবাদের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট সন্দীপ কুমার মীনা জানিয়েছেন ছাজলেট এলাকার দুলহেপুর গ্রামের এক বাড়িতে দুজনের আহবানে কোনোরকম পুলিশের অনুমতি ছাড়াই বহু লোক জমায়েত হয়েছিলেন নামাজ পড়ার জন্য। প্রতিবেশীদের অভিযোগে তাদের এর আগেও এই ধরণের জমায়েত করতে বারণ করা হয়েছিলো।ওই বাড়িতে নামাজ পড়ার ভিজিও ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই দক্ষিণপন্থী সংগঠনগুলি সরব হয়েছে।
সন্দীপ কুমার মীনা জানিয়েছেন, এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৫০৫- এর ২ ধারায় এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বাসিন্দা চন্দ্র পাল সিংয়ের অভিযোগে ওই বাড়িতে নামাজ পড়তে আসা ১০জনকে শনাক্ত করা গেছে। বাকি ১৬জনকে চিহ্নিত করা যায়নি। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।