Donald Trump's Security During Taj Mahal Visit: সিআইএসএফ, এটিএস, এনএসজি-র সঙ্গে মার্কিন নিরাপত্তা বাহিনী, ট্রাম্পের সফরে নিরাপত্তার দুর্গে তাজমহল

মোতেরা স্টেডিয়াম উদ্বোধনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাবেন আগ্রায়। দেখবেন বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল (Taj Mahal)। মার্কিন রাষ্ট্রপতির ভারত সপকে ঘিরে কেন্দ্রের মোদি সরকার জলের দরে টাকা খরচ করে চলেছে। এখনও পর্যন্ত দুদিনে ১০০ কোটি টাকা খরচের হিসেব মিলেছে। নিরাপত্তার বাড়াবাড়িও চোখে পড়ার মতো। তাজমহল দর্শনে মার্কিন সুরক্ষা বলয়ের সঙ্গেই ভারতীয় নিরাপত্তা বাহিনী থাকবে। যে পথে ট্রাম্প তাজমহল দর্শনে যাবেন সেই পথেও থাকছে কঠোর নিরাপত্তা বলয তাজমহল ঢুরে দেখবেন মার্কিন প্রেসিডেন্ট তাই আকাশ পথেও ঘুরবে ড্রোন। এই ক্ষেত্রে মার্কিন ও ভারতীয় নিরাপত্তা বাহিনী একই সঙ্গে কাজ করছে।

ভারত সফরে সস্ত্রীক ট্রাম্প (Photo Credits: ANI)

আগ্রা, ২৪ ফেব্রুয়ারি: মোতেরা স্টেডিয়াম উদ্বোধনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাবেন আগ্রায়। দেখবেন বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল (Taj Mahal)। মার্কিন রাষ্ট্রপতির ভারত সপকে ঘিরে কেন্দ্রের মোদি সরকার জলের দরে টাকা খরচ করে চলেছে। এখনও পর্যন্ত দুদিনে ১০০ কোটি টাকা খরচের হিসেব মিলেছে। নিরাপত্তার বাড়াবাড়িও চোখে পড়ার মতো। তাজমহল দর্শনে মার্কিন সুরক্ষা বলয়ের সঙ্গেই ভারতীয় নিরাপত্তা বাহিনী থাকবে। যে পথে ট্রাম্প তাজমহল দর্শনে যাবেন সেই পথেও থাকছে কঠোর নিরাপত্তা বলয তাজমহল ঢুরে দেখবেন মার্কিন প্রেসিডেন্ট তাই আকাশ পথেও ঘুরবে ড্রোন। এই ক্ষেত্রে মার্কিন ও ভারতীয় নিরাপত্তা বাহিনী একই সঙ্গে কাজ করছে।

এই প্রসঙ্গে আগ্রার এসপি রোহন পি বোত্রে বলেন, “তাজমহল ও লাগোয় এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়েছে। ট্রাম্পের সফরের সময় তাজমহলের ভিতরে ও বাইরে থাকবে আধাসেনা। সিভিল ফোর্স থেকে সিআইএসএফ, এনএসজি, এটিএস, প্রায় সবক্ষেত্রেও নিরাপত্তা বলয়ই মজুত রাখা হয়েছে।” আরও পড়ুন-Prime Minister Narendra Modi Hugs US President Donald Trump: ভারতে পৌঁছাতেই নরেন্দ্র মোদির বাহুডোরে ডোনাল্ড ট্রাম্প, সবরমতী আশ্রমের পথে অভাবনীয় অভ্যর্থনা

এই সময় সাধারণ মানুষ যেন তাজমহল এলাকার মধ্যে কোনও ড্রোন না ওড়ায়। তারজন্য আবেদন করেছেন পুলিশ সুপার রোহন পি বোত্রে। তিনি বলেছেন, এমন কোনও ড্রোন যদি মার্কিন প্রেসিডেন্টের সফর কালে নজরে আসে তাহলে তা গুলি করে নামানোর ক্ষমতা আমাদের রয়েছে। দুদিনর সফরে ভারতে এসেছেন ডোনাল্ড ট্রাম্প সঙ্গে রয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও মেয়ে ইভাঙ্কা। এনিয়ে সাতজন মার্কিন প্রেসিডেন্ট ভারত সফরে এলেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প হলেন সপ্তম প্রেসিডেন্ট।



@endif