UPSC Topper Aditya Srivastava Video: ইউপিএসসি প্রথম আদিত্য শ্রীবাস্তবকে কোলে তুলে নিলেন বন্ধুরা, দেখুন উদযাপনের ভিডিয়ো

UPSC-তে এবার প্রথম হন আদিত্য শ্রীবাস্তব। পাশাপাশি ভারতের এই সর্বোচ্চ পরীক্ষায় দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন অনিমেষ প্রধান এবং দনুরু অনন্যা রেড্ডি। চতুর্থ হয়েছেন পি কে সিদ্ধার্থ রামকুমার, পঞ্চম হন রুহানি।

Aditya Srivastava (Photo Credit: Twitter)

দিল্লি, ১৬ এপ্রিল: এবার ইউপিএসসতে প্রথম হয়েছেন আদিত্য শ্রীবাস্তব। ইউপিএসসি পরীক্ষায় আদিত্য শ্রীবাস্তব প্রথম হতেই এবার তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হল। যেখানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আদিত্য শ্রীবাস্তবরে বন্ধুরা তাঁকে কোলে তুলে বন্ধুর প্রথম হওয়াকে উদযাপন করেন।

আরও পড়ুন: UPSC Results Declared on upsc.gov.in: প্রকাশিত UPSC-র ফল, প্রথম আদিত্য শ্রীবাস্তব, দ্বিতীয়,তৃতীয় কারা হলেন দেখুন

দেখুন...

 

UPSC-তে এবার প্রথম হন আদিত্য শ্রীবাস্তব। পাশাপাশি ভারতের এই সর্বোচ্চ পরীক্ষায় দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন অনিমেষ প্রধান এবং দনুরু অনন্যা রেড্ডি। চতুর্থ হয়েছেন পি কে সিদ্ধার্থ রামকুমার, পঞ্চম হন রুহানি। ষষ্ঠ হয়েছেন সৃষ্টি দাবাস, সপ্তম আনমোল রাঠোর, অষ্টম হন আশিষ কুমার। নবম স্থান অধিকার করেন নওসিন এবং দশম হন ঐশ্বর্য প্রজাপতি।

যে সব পরীক্ষার্থীরা ইউপিএসসি মেইনসে পাশ করেন,তাঁদের ফাইনাল পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়। চলতি বছরের ২ জানুয়ারি থেকে এই ফাইনাল পার্সোনালিটি টেস্ট শুরু হয়। চলে ৯ এপ্রিল পর্যন্ত। ফাইনাল পার্সোনালিটি টেস্ট শেষ হলে, তার ফল প্রকাশিত হয় আজ।



@endif