UPI Down: আচমকা বন্ধ UPI-এর মাধ্যমে টাকা লেনদেন, মাথায় হাত ব্যবহারকারীদের
ইতিমধ্যে প্রচুর মানুষ বিভিন্ন ভাবে সোশ্যাল মাধ্যমকে ব্যবহার করে এই বিষয়ে UPI-এর মাধ্যমে টাকা লেনদেন পরিষেবা দানকারী সংস্থাগুলিকে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন।
নয়াদিল্লি: ৩১ ডিসেম্বর সন্ধে সাতটা নাগাদ আচমকা বন্ধ হয়ে গেল ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেন (UPI payments down)। এর ফলে প্রবল সমস্যার মধ্যে পড়তে হয়েছে অসংখ্য ব্যবহারকারীকে (User)।
ইতিমধ্যে প্রচুর মানুষ বিভিন্ন ভাবে সোশ্যাল মাধ্যমকে ব্যবহার করে এই বিষয়ে UPI-এর মাধ্যমে টাকা লেনদেন পরিষেবা দানকারী সংস্থাগুলিকে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। আরও পড়ুন: Mohali Shocker: মোহালিতে ভয়াবহ দুর্ঘটনা, বহুতলের ছাদ ধসে নিখোঁজ একাধিক
ইংরেজি বর্ষশেষের সন্ধ্যাতেই ভারতজুড়ে (India) আচমকা বন্ধ (stop) হয়ে যায় গুগুলপে (GooglePay), ফোনপে (PhonePe), পেটিএম (Paytm) ও অন্যান্য ইউপিআই (other UPI services) পরিষেবার মাধ্যমে টাকা লেনদেন (payments)। এর ফলে প্রচণ্ড সমস্যার (problem) মধ্যে পড়েন অনলাইনে টাকা পাঠাতে অভ্যস্ত মানুষরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে (Social media) জমে ওঠে অভিযোগের (complaints) পাহাড়। নতুন বছরের (New Year's Eve) কয়েক ঘণ্টা আগেই এই ধরনের সমস্যার মধ্যে পড়ে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবহারকারীরা। আরও পড়ুন: Indian IT Minister Warns WhatsApp: ভারতের বিকৃত ম্যাপ টুইটের শাস্তি! হোয়াটসঅ্যাপকে কড়া হুঁশিয়ারি দিল্লির