UPI: সিঙ্গাপুরের পর এবার এইসব দেশেও মিলবে ইউপিআইয়ের সুবিধা

সিঙ্গাপুরের পর এবার মরিশাস, ইউএই এবং ইন্দোনেশিয়াতেও মিলবে ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠাবার ব্যবস্থা

সিঙ্গাপুরের পর এবার একই পথে হাঁটতে চলেছে UAE, Mauritius, Indonesia র মত দেশগুলি।

সিঙ্গাপুরের পর এবার বাইরের এই সব দেশেও ব্যবহত হবে ইউপিআই। বাইরের দেশে টাকা পাঠানো বা আনার ক্ষেত্রে এতদিন যে ঝঞ্ঝাট ছিল তা মিটে গেল ইউপিআই এবং পে নাউ এর যুক্ত হওয়ার মাধ্যমে। সিঙ্গাপুরে বসবাসকারী ভারতীয়রা এবার আনায়াসেই এই অ্যাপের কিউআর কোড স্ক্যানের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন ভারতে।

গত ২১ শে ফ্রেবরুয়ারী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেইসেন জানিয়েছিলেন, ইউপিআই এবং পে নাউ-য়ের মধ্যে যোগাযোগের মাধ্যমে এবার ভারত সিঙ্গাপুরের মধ্যে সর্ম্পক আরও দৃঢ হবে। এবং ভবিষ্যতে প্রযুক্তির মাধ্যমে আরও সমস্যার সমাধান এভাবেই দুই দেশ সম্পন্ন করবে।

মধ্যেপ্রাচ্যের দেশ সহ বিভিন্ন স্থানে প্রচুর ভারতীয় কাজের উদ্দেশ্যে পাড়ি দেন।  সেই দেশগুলি থেকে ভারতে টাকা পাঠানোর ক্ষেত্রে এবার আর কোন অসুবিধা থাকবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।