Uttar Pradesh: করোনাভাইরাস মোকাবিলায় স্যানিটাইজার স্প্রে করতে গিয়ে দুষ্কৃতীদের মারধরে মৃত স্যানিটাইজেশন কর্মী

করোনা মোকাবিলায় নিরন্তর পরিশ্রম করে চলেছেন ডাক্তার, নার্স, পুলিশ, স্যানিটাইজেশন কর্মীরা। স্বাস্থ্য কর্মীদের ওপর অত্যাচারের বিচ্ছিন্ন চিত্র ধরা পড়েছে। এমনকি স্যানিটাইজেশন বা পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মীকে মারধরের খবর উঠে এসেছিল উত্তরপ্রদেশ থেকে। রামপুরের মতিপুরা গ্রামে কোভিড -১৯-এর স্যানিটেশনকরণের কাজে যাওয়ার সময় দুষ্কৃতীরা তাঁকে মারধর করার ঘটনায় মৃত্যু হয় ওই যুবকের। পুলিশ একই গ্রামের পাঁচজনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে।

স্যানিটাইজেশন (Photo Credits: Twitter)

রামপুর, ১৯ এপ্রিল: করোনা মোকাবিলায় নিরন্তর পরিশ্রম করে চলেছেন ডাক্তার, নার্স, পুলিশ, স্যানিটাইজেশন কর্মীরা। স্বাস্থ্য কর্মীদের ওপর অত্যাচারের বিচ্ছিন্ন চিত্র ধরা পড়েছে। এমনকি স্যানিটাইজেশন (Sanitisation) বা পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মীকে মারধরের খবর উঠে এসেছিল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে। রামপুরের মতিপুরা গ্রামে কোভিড -১৯-এর স্যানিটেশনকরণের কাজে যাওয়ার সময় দুষ্কৃতীরা তাঁকে মারধর করার ঘটনায় মৃত্যু হয় ওই যুবকের। পুলিশ একই গ্রামের পাঁচজনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে।

পুলিশ জানায়, "নিহতের ভাই আমাদের এই ঘটনাটি অবহিত করেছেন। তিনি অভিযোগ করেছেন, ১৪ এপ্রিল স্যানিটাইজেশন কাজে যাওয়ার সময় মতিপুরা গ্রামে মৃতকে দুষ্কৃতীরা মারধর করেছিল। আমরা এ ব্যাপারে মতিপুরা গ্রামের ৫ জনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছি। ময়না তদন্ত এখনও করা হয়নি। তদন্ত চলাকালীন আমরা প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেব।" আরও পড়ুন, দেশে কমছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা; ২৪ ঘণ্টায় নতুন করে মৃত ২৭ ও আক্রান্ত ১৩৩৪ জন

যুবকের ভাই হরিশঙ্কর অভিযোগ করেছেন যে পাঁচ ব্যক্তি জোর করে তাঁর মৃত ভাইয়ের মুখে স্যানিটাইজার স্প্রে করেছিল "আমার ভাই ১৪ এপ্রিল রামপুরে কোভিড -১৯ মোকাবিলায় স্যানটিজার স্প্রে করতে গিয়েছিল।পাঁচজন তাকে মারধর করে এবং মুখে স্যানিটসার স্প্রে করে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে আমিও হাসপাতালে যাই। তারপরে তাঁকে মুরাদাবাদের টিএমইউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ১৭ এপ্রিল তিনি মারা যান।"