Serial Killer In UP? গত ১৪ মাসে খুন পরপর ৯ মহিলা, উত্তরপ্রদেশে আতঙ্ক সিরিয়াল কিলারের?
২০২৩ সালের ৫ জুন খুন করা হয় কলাবতীদেবী নামে এক মহিলাকে। খুনের পর তাঁর গয়নার কোনও খোঁজ মেলেনি। ১৯ জুন এরপর আখের ক্ষেত থেকে উদ্ধার করা হয় ধনবতী দেবী নামে আরও এক মহিলার মৃতদেহ।
লখনউ, ৮ অগাস্ট: গত ১৪ মাসে পরপর ৯ মহিলাকে খুন (Murder) করা হয়েছে। তাও প্রায় একইভাবে। শুনতে অবাক লাগলেও এবার সিরিয়াল কিলার-এর ভয় ধরতে শুরু করেছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। ২০২৩ সালের জুন মাস থেকে শুরু করে ২০২৪-এর জুলাই পর্যন্ত। পরপর ৯ মহিলাকে প্রায় একইভাবে খুন করা হয় বলে খবর।
রিপোর্টে প্রকাশ, ২০২৩ সালের ৫ জুন খুন করা হয় কলাবতীদেবী নামে এক মহিলাকে। খুনের পর তাঁর গয়নার কোনও খোঁজ মেলেনি। ১৯ জুন এরপর আখের ক্ষেত থেকে উদ্ধার করা হয় ধনবতী দেবী নামে আরও এক মহিলার মৃতদেহ। এরপর ৩০ জুন খুন হন প্রেমবতী দেবী। প্রেমবতীর নাকের পাশে শাড়ি জড়ানো ছিল। ২২ জুলাই লঙ্কার ক্ষেতে শ্বাসরোধ করে খুন করা হয় কুসমা নামে আরও এক মহিলাকে। এরপর ২৩ অগাস্ট বীরাবতী নামে আরও এক মহিলা খুন হন। জঙ্গলের মধ্যে মেলে তাঁর মৃতদেহ।
অগাস্টের পর অক্টোবরে খুন করা হয় মহামাদুন নামে এক মহিলাকে। আখের খেতের মাঝে নাকের চারপাশে ওড়া জড়ানো অবস্থায় লাখিমপুরে উদ্ধার হয় ওই মহিলার মৃতদেহ। নভেম্বরে দুলারোদেবীকে খুন করা হয় ক্ষেত্রে মধ্যে। তাঁর আঁচলও জড়ানো ছিল ওই মহিলার নাকের চারপাশে। এরপর ২৬ নভেম্বর খুন করা হয় উর্মিলা নামে এক মহিলাকে। তাঁর শাড়ির আঁচলও ছিল নাকের পাশে জড়ানো। এরপর ২০২৪ সালের ৩ জুলাই খুন করা হয় অনিতাদেবী নামে এক মহিলাকে। মৃত অবস্থায় তাঁর নাকের পাশেও ছিল শাড়ির আঁচল জড়ানো। যাঁদের খুন করা হয়ছে, সেই মহিলাদের প্রত্যেকের বয়স ৪৫ থেকে ৫৫-র মধ্যে। তবে ওই মৃতদেহগুলিতে যৌন হেনস্থার কোনও চিহ্ন ছিল না। কী কারণে ওই মহিলাদের খুন করা হয়, তা নিয়ে উত্তরপ্রদেশ পুলিশ জোর কদমে তল্লাশি শুরু করেছে।