Uttar Pradesh: তিনশোর বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় আসছি, চ্যালেঞ্জ যোগীর
ক দিন আগেও নড়বড়ে দেখাচ্ছিল তাঁর আসন। করোনার দ্বিতীয় ঢেউয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল।
লখনউ, ৪ জুলাই: ক দিন আগেও নড়বড়ে দেখাচ্ছিল তাঁর আসন। করোনার দ্বিতীয় ঢেউয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)
প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল। আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা ভেবে যোগীকে সরানো হতে পারে বলেও কিছু সংবাদমাধ্যমে খবর হয়েছিল। কিন্তু উত্তরপ্রদেশের স্থানীয় নির্বাচনে (জেলা পঞ্চায়েত প্রেসিডেন্ট) বিজেপির বড় জয়ের কৃতিত্ব পুরোপুরি যোগি আদিত্যনাথকে দিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এরপর যোগী ফের স্বমহিমায়।
মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট গড়ে লড়ার কথা বলে যোগী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন AIMIM-প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। ওয়েইসি বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, উত্তর প্রদেশে (Uttar Pradesh) কিছুতেই বিজেপিকে সরকার গড়তে দেওয়া হবে না। ওয়েইসিকে সেই চ্যালেঞ্জের পাল্টা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, "আমরা ইউপিতে ফের ক্ষমতায় আসতে চলেছি এ নিয়ে কোনও দ্বিধাই নেই। ২০২২ বিধানসভা নির্বাচনে আমরা রেকর্ড সংখ্যাক আসনে জিতে সরকারে ফিরব। কারণ আমরা দুর্নীতি মুক্ত স্বচ্ছ উন্নয়নে ভরিয়ে দেওয়া প্রশাসন উপহার দিয়েছি।''
যোগীর দাবি ৪০৩ বিধানসভা আসনের উত্তরপ্রদেশে (Uttar Pradesh Assembly Elections 2022) বিজেপি (BJP) তিনশোর বেশি আসনে জিতবে। প্রসঙ্গত, ২০১৭ বিধানসভা নির্বাচনে অখিলশ যাদবকে গদি থেকে সরিয়ে বিজেপি জিতেছিল ৩১২টি আসনে। সেখানে অখিলেশের সমাজবাদী পার্টি জিতেছিল ৪৭টি , আর মায়াবতীর দল জেতে মাত্র ১৯টি আসন। গতবার সেখানে গোটা রাজ্যে মাত্র ৭টি আসনে জেতে কংগ্রেস। বিজেপি-র সহযোগী আপনা দল জিতেছিল ৯টি আসনে।
উত্তরপ্রদেশে সরকার গড়ার ম্যাজিক ফিগার হল ২০২টি আসন। ২০১৯ লোকসভা নির্বাচনে ৮০টি আসনের মধ্যে বিজেপি একাই ৬২টি আসনে জিতেছিল। এসপি, বিএসপি জোটের মহাগঠবন্ধন পেয়েছিল মাত্র ১৫টি আসন। এনডিএ-র সহযোগী আপন দল পায় ২টি ও কংগ্রেস একমাত্র সোনিয়া গান্ধীর আসন জিতেছিল। নরেন্দ্র মোদী দেশের ক্ষমতায় আসার পর থেকেই উত্তর প্রদেশে বিজেপি-র শক্তি প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)