Mamata Banerjee: অখিলেশের ডাকে মমতার প্রচার, ৮ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী
কিরণময় নন্দ আজ সাংবাদিকদের সামনে জানান, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন, তা প্রশংসনীয়। ওই সময় গোটা দেশের মানুষ দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে বিজেপির বিরুদ্ধে কোমর বেঁধে লডা়ই করেছেন।
কলকাতা, ১৮ জানুয়ারি: সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন (UP polls 2022)। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের জন্য এবার সমাদবাদী পার্টির হয়ে প্রচার করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৮ ফেব্রুয়ারি লখনউতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করবেন অখিলেশ যাদবের সঙ্গে। দুই নেতার বৈঠকের পর তাঁরা স্থির করবেন, লখনউ এবং বারাণসীতে কবে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী পার্টির পশ্চিমবঙ্গের সহসভাপতি কিরণময় নন্দ আজ এমনই জানান। কিরণময় নন্দ আরও জানান, উত্তরপ্রদেশে লড়াই করবে না তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সমস্ত সমর্থন এবং তৃণমূলের (TMC) জন্য বরাদ্দের আসন অখিলেশ যাদবকে (Akhilesh Yadav) দেওয়া হয়েছে বলেও জানান কিরণময় নন্দ।
কিরণময় নন্দ আজ সাংবাদিকদের সামনে জানান, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াই করেছেন, তা প্রশংসনীয়। ওই সময় গোটা দেশের মানুষ দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে বিজেপির বিরুদ্ধে কোমর বেঁধে লডা়ই করেছেন। সেই কারণে এবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজবাদী পার্টির হয়ে লড়াই করুন। এমনই আশা প্রকাশ করেন অখিলেশ যাদব। অখিলেশের ডাকে সাড়া দিয়েই আগামী ৮ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে যাচ্ছেন বলে জানান কিরণময় নন্দ। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ই যে বিজেপি বিরোধী মুখ, তা কার্যত স্পষ্ট করে দেন কিরণময় নন্দ।
আরও পড়ুন: Covid-19: কোভিড টেস্টিং কমানো যাবে না, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের
প্রসঙ্গত উত্তরপ্রদেশের পাশাপাশি গোয়া (Goa) নির্বাচনেও মমতা বন্দ্যোেপাধ্যায়ের দল লডা়ই করবেন বলে স্পষ্ট জানানো হয়েছে। তবে গোয়ায় তৃণমূল কংগ্রেস কটি আসনে লড়াই করবে, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।