UP Hospital: রোগীর আয়ু কতক্ষণ দেখতে বন্ধ করা হয়েছিল অক্সিজেন পরিষেবা? ভাইরাল আগ্রা হাসপাতাল মালিকের ভিডিও

গোপনীয় মক ড্রিলের মাধ্যে পাঁচ মিনিটের জন্য হাসপাতালের অক্সিজেন সরবরাহ (oxygen supply) পরিষেবা বন্ধ করেছিলেন মালিক অরিঞ্জয় জৈন৷ এমন মারাত্মক ভিডিও ভাইরাল হতেই আগ্রার পরশ হসপিটালের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ৷

রোগীর প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

আগ্রা, ৮ জুন: গোপনীয় মক ড্রিলের মাধ্যে পাঁচ মিনিটের জন্য হাসপাতালের অক্সিজেন সরবরাহ (oxygen supply) পরিষেবা বন্ধ করেছিলেন মালিক অরিঞ্জয় জৈন৷ এমন মারাত্মক ভিডিও ভাইরাল হতেই আগ্রার পরশ হসপিটালের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ৷ ঘটনাটি গত ২৭ এপ্রিলের৷ হাসপাতাল মালিকের এহেন নির্দেশে সেদিন ২২ জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটে৷ ওই দিন মালিক অরিঞ্জয়কে বলতে শোনা যায় যে তাঁর হাসপাতালে অক্সিজেন পরিমাণ কমেছে৷ সেকারণে তিনি ভর্তি থাকা রোগীদের ছেড়ে দিতে চান৷ তবে চিকিৎসাধীন রোগীর পরিজনরা সেকথা শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: ৮৬ হাজার ৪৯৮, ২ মাস পরে দৈনিক সংক্রমণ ১ লাখের নিচে

এই প্রসঙ্গে অরিঞ্জয় জৈন বলেন, “হাসপাতালে রোগীর সংখ্যা কমাতে তখন আমি একটা সিদ্ধান্ত নিই৷ হাসপাতালের কর্মীদের বলি কিছুক্ষণের জন্য অক্সিজেনের সরবরাহ কমাতে হবে৷ এবং বলি কাদের অক্সিজেন সাপোর্ট কাটা যাবে চিহ্নিত করুন৷ এই থেকেই বুঝতে পারি কে বাঁচবে আর কে বাঁচবে না৷   সকাল সাতটা নাগাদ এই মক ড্রিল চালানো হয়েছিল৷ কিছুক্ষণের মধ্যে হাসপাতালের ২২ জন রোগীর শ্বাসকষ্ট শুরু হয়৷ কিছুক্ষণের মধ্যেই তাঁদের শরীর নীল হয়ে যায়৷ এই ঘটনার পরই বুঝতে পেরেছিলাম ওই রোগীরা বাঁচবে না৷” এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই আগ্রার পরশ হসাপাতেলর বিরুদ্ধে পদক্ষেপ করেছেন জেলাশাসক প্রভু এন সিং৷ সেখানে যে অক্সিজেনের অভাব ঘটেছিল তা মেনে নিয়েছিলেন প্রভু এন সিং৷ এরপর ৪৮ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধানও হয়ে যায়৷

সেখানে যে ২২ জনের মৃত্যু হয়েছিল অক্সিজেনের অভাবে, এমন কোনও খবর প্রকাশ্যে আসেনি৷ তবে এই ভিডিও দেখার পর তদন্তের নির্দেশ দিয়েছি৷ প্রকৃত ঘটনা খুব শিগগির সামনে আসবে৷