UP Horror: কিশোরীকে অপহরণের পর ধর্ষণ গৃহশিক্ষকের, ঘটনায় ভয়াবহতায় আঁতকে উঠলেন প্রত্যেকে

ঘটনা জানাজানি হতেই নির্যাতিতা কিশোরীর মা পুলিশের দ্বারস্থ হন। তিনি থানায় অভিযোগ দায়ের করেন নীতিশ কুমারের বিরুদ্ধে। নির্যাতিতা কিশোরীর মায়ের অভিযোগ দায়েরের পরই পুলিশ নীতিশ কুমারকে গ্রেফতার করে।

Representational Image (Photo Credits: Pxhere)

লখনউ, ৫ ডিসেম্বর: এবার উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে ভয়াবহ ঘটনার খবর প্রকাশ্যে এল। উত্তরপ্রদেশের (UP) বালিয়ায় (Ballia) ১৭ বছরের এক কিশোরীকে প্রথমে অপহরণ করা হয়। অপহরণের পর তাঁর উপর শারীরিক নির্যাতন চালায় গৃহশিক্ষক। অভিযুক্ত গৃহশিক্ষক নীতিশ কুমারকে পুলিশ রবিবার গ্রেফতার করে। সাব ইন্সপেক্টর অতুল মিশ্র জানান, গত ৭ নভেম্বর বালিয়ার ওই ১৭ বছরের কিশোরীকে অপহরণ করে গৃহশিক্ষক। এরপর তাকে ধর্ষণ করে বলে পুলিশি জেরায় স্বীকার করে নীতিশ কুমার।

ঘটনা জানাজানি হতেই নির্যাতিতা কিশোরীর মা পুলিশের দ্বারস্থ হন। তিনি থানায় অভিযোগ দায়ের করেন নীতিশ কুমারের বিরুদ্ধে। নির্যাতিতা কিশোরীর মায়ের অভিযোগ দায়েরের পরই পুলিশ নীতিশ কুমারকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয় অভিযোগ।

আরও পড়ুন:  Bihar Shocker: বাড়ি ফেরার পথে হামলা, মহিলার স্তন ছিন্নবিচ্ছিন্ন করল দুষ্কৃতী, দাবি স্বামীর

পাশাপাশি নীতিশ কুমারের বিরুদ্ধে পকসো আইনেও অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।