UP Election 2022: উত্তরপ্রদেশ নির্বাচনে বড় চমক, নির্ভয়া কাণ্ডের আইনজীবী যোগ দিলেন বিএসপিতে
দিল্লি (Delhi) নির্ভয়া কাণ্ডের আইনজীবী সীমা কুশওয়া যোগ দিলেন বহুজন সমাজবাদী পার্টিতে। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই এবার দল বদলের পালা শুরু হয়েছে। আজ সকালে কংগ্রেসের পোস্টার গার্ল প্রিয়াঙ্কা মৌর্য বিজেপিতে (BJP) যোগ দেন। এরপরই নির্ভয়া কাণ্ডের আইনজীবী সীমা কুশওয়া যোগ দেন বহুজন সমাজবাদী পার্টিতে (BSP)।