UP: টাক লুকিয়ে পরচুলা পরে বিয়ে করতে হাজির বর, জানতেই পেরেই বিয়ে ভাঙলেন কনে

বিয়ের দিন বরকে পরচুলা (Wig) পরে থাকতে দেখে বিয়ে করতে অস্বীকার কনের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradeh) ইটাওয়া (Etawah) জেলার ভরথানা এলাকায়। কনে রাজি না হওয়াতে বিয়ে না করেই বাড়ি ফিরতে হয়েছে বর অজয় কুমারকে। জানা গিয়েছে, যখন মালাবদল চলছিল, তখন কনে লক্ষ্য করেছিলেন যে অজয় অতিরিক্ত সতর্ক ছিলেন এবং বারবার চুল ঠিক করছিলেন।

Representational Image

ইটাওয়া, ২৫ ফেব্রুয়ারি: বিয়ের দিন বরকে পরচুলা (Wig) পরে থাকতে দেখে বিয়ে করতে অস্বীকার কনের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradeh) ইটাওয়া (Etawah) জেলার ভরথানা এলাকায়। কনে রাজি না হওয়াতে বিয়ে না করেই বাড়ি ফিরতে হয়েছে বর অজয় কুমারকে। জানা গিয়েছে, যখন মালাবদল চলছিল, তখন কনে লক্ষ্য করেছিলেন যে অজয় অতিরিক্ত সতর্ক ছিলেন এবং বারবার চুল ঠিক করছিলেন।

কেউ একজন কনেকে বলে দেন যে বরের আসলে টাক রয়েছে এবং তিনি মাথায় পরচুলা পরেছেন। এটা শুনেই কনে অজ্ঞান হয়ে মঞ্চে পড়ে যান। পরে জ্ঞান ফিরলে সে বরকে বিয়ে করতে অস্বীকার করেন। আরও পড়ুন: Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৩ হাজার ১৬৬ জন, মৃত্যু হয়েছে ৩০২ জনের

জানা গিয়েছে, পরিবারের সদস্যরা তাঁকে বিয়ে করার জন্য চাপ দেন। যদিও তিনি কোনও চাপের কাছে নতিস্বীকার করেননি। শেষ পর্যন্ত নববধূকে ছাড়াই বরযাত্রী ফিরে যায়।