IPL Auction 2025 Live

Unlock-3 Guidelines: আনলক-৩-র গাইডলাইন প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রকের, ৫ অগাস্ট থেকে খুলছে জিম, যোগা সেন্টার; উঠল রাতের কারফিউ

আনলক ৩-র গাইডলাইন (Unlock 3 guidelines) প্রকাশ করল স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। নতুন গাইডলাইনে রাতের কারফিউ তুলে নেওয়া হয়েছে। কনটেইনমেন্ট জোনের বাইরে অনেক কিছুতেই ছাড় দেওয়া হয়েছে। ৩১ অগাস্ট পর্যন্ত কনটেইনমেন্ট জোনে কড়া লকডাউন বজায় থাকছে। ৫ অগাস্ট থেকে যোগা ইনস্টিটিউট, জিম খোলা যাবে।

লকডাউনের ফলে নিস্তব্ধতা (Representational Image.(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৯ জুলাই: আনলক ৩-র গাইডলাইন (Unlock 3 guidelines) প্রকাশ করল স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। নতুন গাইডলাইনে রাতের কারফিউ তুলে নেওয়া হয়েছে। কনটেইনমেন্ট জোনের বাইরে অনেক কিছুতেই ছাড় দেওয়া হয়েছে। ৩১ অগাস্ট পর্যন্ত কনটেইনমেন্ট জোনে কড়া লকডাউন বজায় থাকছে। ৫ অগাস্ট থেকে যোগা ইনস্টিটিউট, জিম খোলা যাবে।

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, করোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করা যাবে। তবে ৩১ অগাস্ট পর্যন্ত  মেট্রো রেল, সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন উদ্যান, থিয়েটার, বার, অডিটোরিয়াম বন্ধ থাকবে। এছাড়াও স্কুল, কলেজ ও কোচিং প্রতিষ্ঠান ৩১ অগাস্ট অবধি বন্ধ থাকবে। আরও পড়ুন: HRD Ministry Renamed as Ministry of Education: মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম হয়ে গেল 'শিক্ষা মন্ত্রক'

বন্দে ভারত মিশনের আওতায় আন্তর্জাতিক উড়ান চালু থাকবে। তবে তা ক্যালিব্রেটেড পদ্ধতিতে হবে। সামাজিক, রাজনৈতিক, খেলাধুলো, বিনোদন, অ্যাকাডেমিক, সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠানে ৩১ অগাস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা বজায় থাকছে।