Unlock 1 Guidelines: ৮ জুন থেকে খুলছে সমস্ত ধর্মস্থান, হোটেল, রেস্তরাঁ, শপিং মল

কনটেনমেন্ট জোনে ৩০ জুন পর্যন্ত বাড়ল লকডাউন Lockdown 5)। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। শর্তসাপেক্ষে খুলবে ধর্মীয়স্থান (Religious Places)। ৩০ জুনের মধ্যে ধাপে ধাপে লকডাউন তোলার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। তবে এর বাইরে রাখা হচ্ছে কনটেনমেন্ট জোনকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, কনটেনমেন্ট জোন ছাড়া বাকি সব এলাকায় তিন ধাপে খুলে দেওয়া হবে সব কিছু। খুলবে হোটেল, শপিং মল, রেস্তঁরা। রাজ্যের অনুমতি পেলে তবেই খুলবে স্কুল, কলেজ, ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। ৮ জুন থেকে দেশের সমস্ত ধর্মস্থান খুলবে।

রেস্তরাঁ (Photo Credits: Flickr)

নতুন দিল্লি, ৩০ মে:  কনটেনমেন্ট জোনে ৩০ জুন পর্যন্ত বাড়ল লকডাউন Lockdown 5)। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। শর্তসাপেক্ষে খুলবে ধর্মীয়স্থান (Religious Places)। ৩০ জুনের মধ্যে ধাপে ধাপে লকডাউন তোলার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। তবে এর বাইরে রাখা হচ্ছে কনটেনমেন্ট জোনকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, কনটেনমেন্ট জোন ছাড়া বাকি সব এলাকায় তিন ধাপে খুলে দেওয়া হবে সব কিছু। খুলবে হোটেল, শপিং মল, রেস্তঁরা। রাজ্যের অনুমতি পেলে তবেই খুলবে স্কুল, কলেজ, ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। ৮ জুন থেকে দেশের সমস্ত ধর্মস্থান খুলবে।

প্রথম ধাপে ৮ জুন থেকে হোটেল, রেস্তরাঁ, শপিংমল, ধর্মীয় স্থান ও উপাসনা স্থান খোলার অনুমতি দেওয়া হবে। সরকার জানিয়েছে যে এই বিষয়ে যা যা মানতে হবে সেনিয়ে তারা গাইডলাইন জারি করবে। পরিস্থিতি বিবেচনা করে মেট্রো রেল, আন্তর্জাতিক যাত্রিবাহী বিমান, সিনেমা হল, বিনোদন পার্ক, থিয়েটার হল, বার, জিম, সুইমিং পুল-সহ সামাজিক-রাজনৈতিক-ক্রীড়া-বিনোদন-সাংস্কৃতিক এবং ধর্মীয় সমস্ত ধরনের বড় অনুষ্ঠান ও জমায়েত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: Lockdown 5.0: ৩০ জুন পর্যন্ত কনটেনমেন্ট জোনে বাড়ল লকডাউন, বাকি জায়গায় ধাপে ধাপে খুলবে সবকিছু

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে ৩০ জুন পর্যন্ত কনটেনমেন্ট জোনগুলিতে লকডাউন জারি থাকবে, কেবলমাত্র প্রয়োজনীয় কার্যক্রমে অনুমোদন দেওয়া হবে।



@endif