Russia Ukraine Conflict: ইউক্রেনে আটক ভারতীয়দের ফেরাতে তৎপর সরকার, বুদাপেস্ট ফেরত পড়ুয়াদের বললেন কেন্দ্রীয় মন্ত্রী
হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ইউক্রেনে আটক ভারতীয়দের নিয়ে দিল্লি পৌঁছাল অপারেশন গঙ্গার অষ্টম বিমান। দিল্লি বিমানবন্দরে ছাত্রছাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং।
নতুন দিল্লি, ১ মার্চ: হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ইউক্রেনে আটক ভারতীয়দের নিয়ে দিল্লি পৌঁছাল অপারেশন গঙ্গার অষ্টম বিমান। দিল্লি বিমানবন্দরে ছাত্রছাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং। তিনি বুদাপেস্ট ফেরত ভারতীয়দের উদ্দেশ্যে বলেন, “সেখানে আটকে থাকা প্রত্যেক ভারতীয়কে দেশে ফেরাতে বদ্ধপরিকর সরকার। গোটা বিষয়টির দেখভালের জন্য চারজন মন্ত্রীকে নিয়োগ করা হয়েছে। এখানে রাজ্যের তরফে হেল্প ডেস্ক, মন্ত্রকের তরফে হেল্প ডেস্ক রয়েছে, বিভিন্ন মন্ত্রকের কর্তাব্যক্তিরা রয়েছেন। পড়ুয়াদের প্রয়োজনীয় যেকোনও রকমের সহযোগিতার বন্দোবস্ত এখানে রয়েছে।”
দিল্লি বিমানবন্দরে আর কে সিংয়ের সঙ্গেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Union Health Minister Dr. Mansukh Mandaviya)। তিনি ইউক্রনে ফেরত ভারতীয় পড়ুয়াদের বলেন, “আপনাদের অনেক বন্ধু স্বজন যাঁরা এখনও ইউক্রেনে আটকে পড়ে আছেন। ফোন করে অবশ্যই বলবেন যে, ভারত সরকার তাঁদের দেশে ফেরাতে সমস্ত রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। যতক্ষণ না ইউক্রেনে আটক সমস্ত নাগরিক দেশে ফিরছে ততক্ষণ সরকারের তরফে এই প্রচেষ্টা জারি থাকবে। ”