V. Muraleedharan Covid Positive: করোনা আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন, ভর্তি হাসপাতালে

Muraleedharan)। তবে, কেন্দ্রীয় মন্ত্রী নিজে এখনও এই বিষয়ে কিছু জানাননি। দলীয় তাঁর কোভিড আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

Union Minister V. Muraleedharan (Photo: Twitter)

তিরুবনন্তপুরম, ৮ জানুয়ারি: করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন (V. Muraleedharan)। তবে, কেন্দ্রীয় মন্ত্রী নিজে এখনও এই বিষয়ে কিছু জানাননি। দলীয় তাঁর কোভিড আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

কেরালার প্রবীণ বিজেপি নেতা শুক্রবার কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। পরে বেঙ্গালুরু সফরের জন্য় বাধ্যতামূলক কোভিড টেস্ট করান। সেই টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে, কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মন্ত্রী। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। আরও পড়ুন: Nityanand Rai Covid Positive: করোনা আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই

এর আগে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই (Nityanand Rai)। টুইট করে নিজেই এই খবর জানিয়েছেন মন্ত্রী।



@endif