Smriti Irani: কংগ্রেসের শাহেজাদাকে আমেঠির জনতা বাইরে পাঠিয়ে দিয়েছে! মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির
২৪-এর লোকসভা নির্বাচনে সকলের নজর থাকতে চলেছে আমেঠি এবং রায়বারেলির ওপর। এই দুটি আসনে কী কংগ্রেস জিতবে নাকি বিজেপি সেই নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। এদিকে আমেঠি আসনে রাহুল গান্ধী না দাঁড়ানোয় জেতার আশা আরও বেড়ে গিয়েছে বলে দাবি বিজেপি শিবিরের। অন্যদিকে কিশোরীলাল শর্মাকে নিয়ে যথেষ্ট আশাবাদী কংগ্রেস। যদিও রাজীব ঘনিষ্ঠ কংগ্রেস নেতাকে নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)।
রবিবার আমেঠির সভা থেকে তিনি বলেন, এই আমেঠি রাজনৈতিক ইতিহাসকে কাঁপিয়ে দিয়েছে যখন কংগ্রেসের শাহেজাদার বিরুদ্ধে ভোট দিয়ে তাঁকে পরাস্ত করা হয়ছিল। আমেঠির জনতা বুঝিয়ে দিয়েছিল যদি তাঁদের সাংসদ বিগত ১৫ বছর ধরে কোনও কাজ না করে তাহলে তিনি কেন তাঁর গোটা পরিবারের ব্যাগ গুছিয়ে দেওয়ার ক্ষমতা গরীব মানুষদের আছে। এই পাঁচ বছরে আমাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। আমাকে ১০ বছর ধরে দিদি এবং বোন হিসেবে সম্মানিত করেছেন।
স্মৃতি ইরানি আরও বলেন যে, বিগত ৫০ বছর বিশেষ করে গত ১৫ বছরে কংগ্রেস সরকার এই কেন্দ্রের কোনও উন্নতি করেননি। সেখানে গত পাঁচ বছরে বিজেপির ডবল ইঞ্জিন সরকার এই কেন্দ্রের ওপর বিশেষ নজর দিয়েছে এবং আমেঠি কেন্দ্রের উন্নতি করেছে। যা কংগ্রেস সরকার করে দেখাতে পারেনি।