Union Minister Rajeev Chandrasekhar on Jack Dorsey Claim: সম্পূর্ণ মিথ্যা বলছেন জ্যাক, বিবৃতি দিয়ে জানালেন কেন্দদ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর

Rajeev Chandrasekhar. (Photo Credits: Twitter)

কৃষক আন্দোলনের সময় বারবার হুমকির মুখে পড়তে হয়েছে টুইটারকে। একটি সংবাদ সংস্থাকে দেওয়া ইন্টারভিউতে এই কথা জানান টুইটারের সহ প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। তাঁর এই বক্তব্যকে নাকচ করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি বলেন- জ্যাকের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। সম্ভবত টুইটারের ইতিহাসের সেই খুব সন্দেহজনক সময়কে প্রলেপ লাগানোর চেষ্টা চলছে।

ঘটনা কি এবং তাঁর সত্যতা-

ডরসি এবং তার টিমের অধীনে থাকা টুইটার সেই সময় বারবার ভারতীয় আইন লঙ্ঘন করছিল। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বারবার ভারতীয় আইনের সঙ্গে তাদের সঙ্ঘাত লেগেই ছিল। ২০২২ এর জুন মাসে তারা আইন মেনে চলতে সম্মত হয়। তারপরেও টুইটার সংস্থার কেউ জেলে যায়নি বা টুইটার "শাটডাউন" হয়নি।