Nitin Gadkari: কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ির অফিসে তিনবার হুমকি দিয়ে ফোন, তদন্তে পুলিশ
শনিবার দুপুরে প্রথমে নাগপুর পুলিশ সূত্রে জানানো হয়, নীতীন গড়কড়ির অফিসে সকাল ১১.৩০ ও ১১.৪০ মিনিটে দুটি ফোন আসে। দুবারই ফোনে হুমকি দেওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে নীতীন গড়কড়ির অফিসে গিয়ে তদন্ত শুরু করেন পুলিশ আধিকারিকরা।
নাগপুর: কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ির (Union Minister Nitin Gadkari) মহারাষ্ট্রের (Maharastra) নাগপুরে (Nagpur) অবস্থিত অফিসে শনিবার হুমকি দিয়ে তিনবার ফোন (threat calls) আসার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। খবর পেয়েই তদন্ত করছে পুলিশ।
শনিবার দুপুরে প্রথমে নাগপুর পুলিশ সূত্রে জানানো হয়, নীতীন গড়কড়ির অফিসে সকাল ১১.৩০ ও ১১.৪০ মিনিটে দুটি ফোন আসে। দুবারই ফোনে হুমকি দেওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে নীতীন গড়কড়ির অফিসে গিয়ে তদন্ত শুরু করেন পুলিশ আধিকারিকরা।
কিছুক্ষণ বাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাগপুরের সহকারী পুলিশ সুপার (DCP Nagpur) রাহুল মাদানে (Rahul Madane) বলেন, "মোট তিনবার হুমকি দিয়ে ফোন করা হয়েছিল। এই বিষয়ে বিস্তারিত তথ্য বের করতে আমাদের ক্রাইম ব্রাঞ্চের (crime branch) একটি দল সিডিআর (CDR) নিয়ে কাজ করছে। বিশ্লেষণ চলছে। ইতিমধ্যেই নীতীন গড়কড়ির নাগপুরে অবস্থিত অফিসের নিরাপত্তা (Security) বাড়ানো হয়েছে। নিরাপত্তা কর্মী বাড়ানো হচ্ছে মন্ত্রী গড়কড়ি যেখানে যেখানে অনুষ্ঠান করবেন সেই জায়গাগুলোরও।" আরও পড়ুন: অবিশ্বাস্য তৎপরতায় মহিলার প্রাণ বাঁচালেন RPF ও GRP জওয়ান আর এক সহযাত্রী, দেখুন দাদার স্টেশনের ভিডিয়ো