JP Nadda: ফের ৭৫-এর স্মৃতি উস্কে কংগ্রেসকে বিদ্ধ করল বিজেপি সরকার, সংবিধান হত্যা দিবস প্রসঙ্গে মন্তব্য নাড্ডার

যে দল ক্ষমতায় এসেছ তাঁরাই সুবিধামতো পরিবর্তন করেছে সংবিধান। এই অভিযোগ নিয়ে বিজেপি বা কংগ্রেস দুই দলই একে অপরের দিকে একাধিকবার অভিযোগ তুলেছে।

যে দল ক্ষমতায় এসেছ তাঁরাই সুবিধামতো পরিবর্তন করেছে সংবিধান। এই অভিযোগ নিয়ে বিজেপি বা কংগ্রেস দুই দলই একে অপরের দিকে একাধিকবার অভিযোগ তুলেছে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর ২২ জুনকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছে এনডিএ সরকার। যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে রাহুল গান্ধীরা। বিজেপির দাবি, ৭৫-এ ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার কারণে সংবিধানকে হত্যা করেছিল। অন্যদিকে কংগ্রেস সাংসদরা এদিন অধিবেশন চলাকালীন বিজেপির বিরুদ্ধে সংবিধান পরিবর্তনের অভিযোগ করেছে। যার পাল্টা দিলেন মন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda)।

এদিন তিনি বলেন, সংবিধানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকার যতটা সম্মান করেন, ততটা অন্য কোনও সরকার করেনি। কংগ্রেসের জমানায় ২ বার সংবিধানকে লুঠ করা হয়েছে ২৫ জুন  ১৯৭৫ সালে রাতারাতি বিরোধীদের মুখ বন্ধ করার জন্য ৯০ বার সংবিধানের পরিবর্তন করা হয়েছে। আরএসএস-কে কংগ্রেস সরকার দুইবার নিষিদ্ধ ঘোষণা করেছে। ১.২৫ লক্ষ সয়ংসেবককে দুই বছরের জন্য গ্রেফতার করে জেলবন্দি করেছিল কংগ্রেস সরকার। আমাদের সরকার সংবিধান রক্ষা করতে জানে।

প্রসঙ্গত, তৃতীয়বার মোদী-শাহরা সরকার গঠন করার পর ২২ জুন সংবিধান দিবস হিসেবে ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর সারা দেশে শুরু হয় বিতর্ক। এই নিয়ে রাহুল গান্ধী থেকে মল্লিকার্জুন খাড়গেে এমনকী ইন্ডিয়া জোটের  বাকি দলের গুরুত্বপূর্ণ নেতারা এই নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল।