Union Budget 2021 Live: ৭৫ বছরের বেশি প্রবীণদের আয়করে সম্পূর্ণ ছাড়, দিতে হবে না সুদ;বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

অভূত পূর্ব পরিস্থিতিতে বাজেট তৈরি হয়েছে। যেটা সাড়া দেশ এবং বিভিন্ন রাজ্যকে পর্যুদস্ত করেছে। অনেকেই তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন। অনেকেই টাকা পয়সা হারিয়েছেন। দীর্ঘ লকডাউনের সময়ের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন গরিব কল্যাণ যোজনা। তাতে দেশের বহু পরিবার উপকৃত হয়েছেন। একটা বড় অংশের নাগরিকরা বাড়িতে বসেছিলেন। রেলওয়ে, গণপরিবহন, সেনাবাহিনী, ব্যাংককর্মীদের কাজ করতে হয়েছে। আমরা তাঁদের পরিষেবাকে মূল্য দিচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি।

নির্মলা সীতারমণ(Photo Credits: LST VIDEO GRAB)

নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি:  অভূত পূর্ব পরিস্থিতিতে বাজেট তৈরি হয়েছে। যেটা সাড়া দেশ এবং বিভিন্ন রাজ্যকে পর্যুদস্ত করেছে। অনেকেই তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন। অনেকেই টাকা পয়সা হারিয়েছেন। দীর্ঘ লকডাউনের সময়ের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন গরিব কল্যাণ যোজনা। তাতে দেশের বহু পরিবার উপকৃত হয়েছেন। একটা বড় অংশের নাগরিকরা বাড়িতে বসেছিলেন। রেলওয়ে, গণপরিবহন, সেনাবাহিনী, ব্যাংককর্মীদের কাজ করতে হয়েছে। আমরা তাঁদের পরিষেবাকে মূল্য দিচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি।  এবং সর্ব সাধারণের হিতার্থে এই পার্লামেন্টের সদস্যরা তাঁদের একদিনের আয় দান করেছেন।