Union Budget 2021 Live: ৭৫ বছরের বেশি প্রবীণদের আয়করে সম্পূর্ণ ছাড়, দিতে হবে না সুদ;বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী
অভূত পূর্ব পরিস্থিতিতে বাজেট তৈরি হয়েছে। যেটা সাড়া দেশ এবং বিভিন্ন রাজ্যকে পর্যুদস্ত করেছে। অনেকেই তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন। অনেকেই টাকা পয়সা হারিয়েছেন। দীর্ঘ লকডাউনের সময়ের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন গরিব কল্যাণ যোজনা। তাতে দেশের বহু পরিবার উপকৃত হয়েছেন। একটা বড় অংশের নাগরিকরা বাড়িতে বসেছিলেন। রেলওয়ে, গণপরিবহন, সেনাবাহিনী, ব্যাংককর্মীদের কাজ করতে হয়েছে। আমরা তাঁদের পরিষেবাকে মূল্য দিচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি।
নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি: অভূত পূর্ব পরিস্থিতিতে বাজেট তৈরি হয়েছে। যেটা সাড়া দেশ এবং বিভিন্ন রাজ্যকে পর্যুদস্ত করেছে। অনেকেই তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন। অনেকেই টাকা পয়সা হারিয়েছেন। দীর্ঘ লকডাউনের সময়ের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন গরিব কল্যাণ যোজনা। তাতে দেশের বহু পরিবার উপকৃত হয়েছেন। একটা বড় অংশের নাগরিকরা বাড়িতে বসেছিলেন। রেলওয়ে, গণপরিবহন, সেনাবাহিনী, ব্যাংককর্মীদের কাজ করতে হয়েছে। আমরা তাঁদের পরিষেবাকে মূল্য দিচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সর্ব সাধারণের হিতার্থে এই পার্লামেন্টের সদস্যরা তাঁদের একদিনের আয় দান করেছেন।
- আমরা আত্মনির্ভরতার লক্ষ্যে বাজেট তৈরি করছি।
- টিকার জন্য় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে।
- স্বাস্থ্য খাতে ১৩৭ শতাংশ বরাদ্দ বৃদ্ধি হল।
- ভারতে তৈরি টিকা সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে।
- ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা স্বাস্থ্যখাতে বরাদ্দ।
- ২০টি বড় শহরে স্বাস্থ্য প্রতিষ্ঠান হবে।
- বস্ত্রশিল্পের জন্য আলাদা পার্ক তৈরি হবে।
- বিশ্বমানের পরিকাঠামো থাকবে রপ্তানি ও কর্মসংস্থানের জন্য
- জাতীয় পরিকাঠামো পাইপ লাইনে ২১৭টি প্রক্লপ সম্পূর্ণ হয়েছে।
- ৫ লক্ষ কোটি টাকা তিনবছরে ধার দেওয়ার ব্যবস্থা হয়েছে।
- বিদেশিরা এক্ষেত্রে বিনিয়োগ করতে পারবে।
- কলকাতা শিলিগুড়ির রাস্তা সংস্কার হবে।
- পশ্চিমবঙ্গে ২৫ হাজার কোটি টাকা রাস্তা সংস্কারে বরাদ্দ।
- ৬৭৫ কিমি সড়ক পশ্চিমবঙ্গে তৈরি হবে।
- খড়গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেট করিডর তৈরি হবে।
- জাতীয় সড়ক নির্মাণের কাজ বেসরকারি সংস্থার হাতে দেওয়া হবে।
- তামিলনাড়ুতে ৩.৫ হাজার কিমি রাস্তা তৈরি হবে।
- রেলের জন্য জাতীয় রেলপ্ল্যান তৈরি হয়েছে।
- ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা রেলের জন্য বরাদ্দ।
- রেলের জন্য় মূলধন খাতে ১ লক্ষ কোটি টাকা ব্যয় হবে।
- যুবকদের কর্মসংস্থানের জন্য নতুন পরিবহণ ব্য়বস্থা কাজে লাগবে।
- মেট্রো লাইট, মেট্রো নিউ নতুন দুটি প্রকল্প চালু হবে।
- যেখানে বিধানসভা ভোট সেখানেই রাস্তা তৈরি জোর।
- অ্যাসেট ম্যানেজমেন্ট কমিটি তৈরি হবে, তারা সেই অ্যাসেটগুলি বিক্রি করবে যাতে তারা উপযুক্ত দাম পায়।
- ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল ফিনান্সিয়াল ক্যাপিটাল কনসোলিডেশনের জন্য।
- ব্যাংকের যে ডিপোজিট ইনসিওরেন্স সেটা গতবার এক লাখ থেকে বাড়িয়ে পাঁচ লাখ করা হয়েছিল।
- যে ব্যাংকগুলি অসুবিধার মধ্যে আছে তাদের ডিপোজিটাররা যাতে বিমার টাকা পান তার জন্য ব্যবস্থা নেওয়া হল।
- ১ হাজার কোটি টাকা সৌরশক্তি উৎপাদন খাতে বরাদ্দ।
- বিদ্যুৎ সরবরাহে একের বেশি সংস্থাকে বন্টনের দায়িত্ব দেওয়া হবে।
- শহরের গ্যাস বন্টন পদ্ধতি আরও উন্নত হবে।
- এলআইসির শেয়ার বাজারে বিক্রি করা হবে।
- বড় বন্দরগুলির বেসরকারিকরণের ব্যবস্থাপনায় থাকবে বেসরকারি সংস্থা।
- জাপান থেকে জাহাজ ভারতে এনে পুনর্নির্মাণ করা হবে।
- এর ফলে ১.৫ লক্ষ কর্মসংস্থান বাড়বে।
- বিমা কোম্পানিতে ৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগ করা যাবে।
- আগে এই বিনিয়োগ ছিল ৫৪ শতাংশ।
- সেবি অ্যাক্টের আরও পরিবর্তন করা হবে।
- নাসিকেও মেট্রোরেল তৈরি হবে।
- ডানকুনি-গোমো লাইনের কাজ হবে।
- পেট্রো পণ্যের ক্ষেত্রে উজ্জ্বলা প্রকল্পকে আরও ছড়িয়ে দেওয়া হবে।
- ব্যাংকের ইনসিওরেন্স ডিপোজিট বাড়িয়ে ৫ লক্ষ করা হল।
- উজ্জ্বলা যোজনার উন্নয়নে ১ কোটি মানুষ উপকৃত হবে।
- কোভিড সংক্রমণ সত্ত্বেও আমরা পণ্য পরিহণ চালু রেখেছি।
- আমরা রাজ্যকে জমি বিক্রি করতে বলচি। যে বিপুল পরিমাণ জমি আছে তা বিক্রি হোক।
- অলাভজনক সরকারি সংস্থাকে জমি বিক্রি করার কথা বলা হচ্ছে।
- এয়ারইন্ডিয়া, পবনহংস, বিপিসিএল-এর বেসরকারিকরণ।
- কৃষকদের আয় দ্বিগুণকরতে সরকার বদ্ধপরিকর।
- আধুনিক মৎস্যচাষের জন্য যে উপযুক্ত বন্দর দরকার তারজন্য় বরাদ্দ বাড়াচ্ছি।
- একদেশ এক রেসনকার্ড চালু হবে।
- যাঁরা পরিবার থেকে দূরে রয়েছেন, তাঁরাও এই কার্ড ব্য়বহারের সুযোগ পাবেন।
- আসছে স্ট্যান্ডআপ ইন্ডিয়া প্রকল্প।
- এমএসএমই ক্ষেত্রগুলিকে সাপোর্ট দিচ্ছি।
- ৭৫ হাজার কোটি টাকা কৃষকদের দেওয়া হল
- এর ফলে ৪৩.৬ লক্ষ কৃষ্ক উপকৃত হবে।।
- ১ লক্ষ ৭২ হাজার কোটি টাকা শস্য সংগ্রহে ব্যয় হবে।
- ১.৮৬ কোটি কৃষক অনলাইন বাজারের ফলে উপকৃত হচ্ছেন।
- হায়ার এডুকেশন কমিশন তৈরি হবে। এরা রেগুলেশনের বিষয় দেখবে। এদের আওতায় কলেজ, বিশ্ববিদ্যালয় সবই থাকবে।
- কেন্দ্রের আওতায় যে বিশ্ববিদ্যালয় ও কলেজ রয়েছে তারা এই হায়ার এডুকেশন কমিশনের আওতায় আসবে।
- এমএসপিকে কস্ট অপ প্রোডাকশনের দেড়গুণ দেওয়া হবে।
- ন্যূনতম সহায়কমূল্য় হিসেবে দেওয়া হবে।
- লাদাখে সবার উচ্চশিক্ষার জন্য আমরা কিছু বরাদ্দ করছি।
- আদিবাসী এলাকায় ৭৫৮টি নতুন বিদ্যালয় তৈরি হবে।
- ৪ কোটি শিডিউল কাস্ট পড়ুয়া উপকৃত হবেন।
- ইউনাইটেড আরব এমিরেটসের সঙ্গে পার্টনারশিপে যাচ্ছি। যাতে আমরা প্রশিক্ষণ বিনিময় করে পারি।
- জাপানি ভোকেশনাল স্কিম পাবার জন্য় আমরা চুক্তিবদ্ধ হচ্ছি। এই তালিকায় অনেক দেশই রয়েছে।
- ভারতীয় মূল ভাষাগুলিতে ইন্টারনেটের তথ্য পাওয়া যাবে।
- ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড হেলথ কেয়ার আনছি।
- গোয়াতে পর্তুগীজদের থেকে স্বাধীনতা পালিত হচ্ছে। তারজন্য আমরা কিছু বরাদ্দ করছি।
- চা শিল্পের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ হচ্ছে।
- মানব সম্পদ উন্নয়নে ১৫ হাজার কোটি স্কুলকে নতুন পলিসির অধীনে আনছি।
- ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়িয়েছি আগের থেকে।
- উৎপাদন খরচের দেড়গুণ সহায়ক মূল্য পাবেন কৃষকরা।
- অসম বাংলার চা শ্রমিকদের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ।
- অলাভজনক সরকারি সংস্থা বিক্রির কথা ভাবা হচ্ছে।
- বাজার থেকে ১২ লক্ষ কোটি টাকা ধার করা হবে।
- মূলধন খাতে বাড়ছে খরচ।
- করদাতাদের উপরে যতটা সম্ভব চাপ কমাতে হবে।
- ৭৫ বছর বয়সের উপরে হলে তাঁদের ইনটারেস্ট ইনকামের উপরে সম্পূর্ণ ছাড়।
- আয়কর রিটার্নও জমা দিতে হবে না।
- জিএসটি খাতে রেকর্ড বৃদ্ধি হয়েছে, জিএসটি কালেকশনের পদক্ষেপে এই আয় বেড়েছে।
- কাঁচামালের উপরে শুল্ক কমাচ্ছি।
- ৮০টি পুরোনো নিয়ম নিয়ে ফের বিবেচনা করা হবে। মূলত শুল্কক্ষেত্রে পুনরুত্থানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- আয়রন ও স্টিলের উপরে আমদানি শুল্ক কমিয়ে দিচ্ছি।
- ২০২২ পর্যন্ত এই আমদানি শুক্ল কম থাকবে।
- নাইলন ফাইবারের উপরে আমদানি শুল্ক কমানো হবে।
- শেয়ারের ডিভিডেন্ট থেকে টিডিএস কাটা হবে না।
- ২০২২ মার্চের মধ্যে কেউ নতুন ফ্ল্যাট কিনলে দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাবে।
- সোনা ও রুপোর উপরে আমরা আমদানি শুল্কের কিছুটা পরিবর্তন আনব।
- দেরিতে পিএফ জমা দেওয়া হলে কোনও টাকা কাটা হবে না।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)