Unemployment Rate in India: লকডাউনে দেশে বেকারত্বের হার বেড়ে ২৪.৬ শতাংশ, পশ্চিমবঙ্গে ১৭.৪ শতাংশ
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সরা দেশে ২ মাস ধরে লকডাউন (Coronavirus Lockdown) চলছে। আর সেই কারণে বেকারত্বের হার (Unemployment Rate) অভূতপূর্ব ভাবে লাফিয়ে বেড়েছে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়া ইকোনমি (CMIE) তরফে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী বেকারত্ব চরম আকার নিয়েছে। লকডাউনের আগে মার্চ মাসের প্রথম সপ্তাহে বেকারত্বের হার ছিল ৮.৭৫ শতাংশ, আর ২২ মে অবধি বেকারত্বের হার পৌঁছেছে ২৪.৬ শতাংশে।
নতুন দিল্লি, ২৪ মে: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সরা দেশে ২ মাস ধরে লকডাউন (Coronavirus Lockdown) চলছে। আর সেই কারণে বেকারত্বের হার (Unemployment Rate) অভূতপূর্ব ভাবে লাফিয়ে বেড়েছে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়া ইকোনমি (CMIE) তরফে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী বেকারত্ব চরম আকার নিয়েছে। লকডাউনের আগে মার্চ মাসের প্রথম সপ্তাহে বেকারত্বের হার ছিল ৮.৭৫ শতাংশ, আর ২২ মে অবধি বেকারত্বের হার পৌঁছেছে ২৪.৬ শতাংশে।
বিহার, হরিয়ানা ও তামিলনাডুতে বেকারত্বের সবচেয়ে খারাপ। করোনা মহামারী মারাত্মকভাবে রাজ্যকে প্রভাবিত করেছে। বেশ কয়েকটি সেক্টরে চাকরি হারিয়েছেন বহু মানুষ। হরিয়ানায় বেকারত্বের হার ৪৩.২ শতাংশে পৌঁছেছ। আরও পড়ুন: COVID-19 Cases in India: একদিনে দেশজুড়ে করোনায় আক্রান্ত ৬ হাজার ৭৬৭, মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৩১ হাজার ৮৬৮; মৃত ৩,৮৬৭
Check State/UT-Wise Tally of Unemployment in India
Unemployment Rate (%) | |
---|---|
States (India) | Apr 2020 |
Andhra Pradesh | 20.5 |
Assam | 11.1 |
Bihar | 46.6 |
Chhattisgarh | 3.4 |
Delhi | 16.7 |
Goa | 13.3 |
Gujarat | 18.7 |
Haryana | 43.2 |
Himachal Pradesh | 2.2 |
Jharkhand | 47.1 |
Karnataka | 29.8 |
Kerala | 17.0 |
Madhya Pradesh | 12.4 |
Maharashtra | 20.9 |
Meghalaya | 10.0 |
Odisha | 23.8 |
Puducherry | 75.8 |
Punjab | 2.9 |
Rajasthan | 17.7 |
Sikkim | 2.3 |
Tamil Nadu | 49.8 |
Telangana | 6.2 |
Tripura | 41.2 |
Uttar Pradesh | 21.5 |
Uttarakhand | 6.5 |
West Bengal | 17.4 |
CMIE-র তথ্য অনুযায়ী, কেন্দ্রশাসিক অঞ্চল পুদুচেরিতে বেকারত্ব বেড়েছে ৭৫ শতাংশ। উত্তরপূর্বের রাজ্য ত্রিপুরায় এই হার বেড়ে হয়েছে ৪১ শতাংশ। সব থেকে কম ক্ষতিগ্রস্ত রাজ্যের মধ্যে হিমাচল প্রদেশ, পঞ্জাব এবং ছত্তিসগড়ে বেকারত্বের হার যথাক্রমে ২.২, ২.৯ এবং ৩.৪ শতাংশ। অন্যদিকে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার পৌঁছেছে ১৭.৪ শতাংশে।