Uttrakhand Tunnel Collapse : আটকে পড়া শ্রমিকদের জন্য আশার আলো, পাইপ লাইনের মাধ্যমে পাঠানো হল খাবার
পাইপের মাধ্যমে ক্যামেরা পাঠিয়ে শ্রমিকদের অবস্থার বিষয়ে তথ্য পাওয়া গেছে
বিগত ১০ দিন ধরে সাল্কিয়ারা টানেলের মধ্যে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। প্রযুক্তির মাধ্যমে অবশেষে তাদের অবস্থা জানা গেল। ক্যামেরার মাধ্যমে সুড়ঙ্গের মধ্যে তাদের অবস্থান জানা গেছে।
এন্ডোস্কপি ক্যামেরার মাধ্যমে শ্রমিকদের অবস্থা ধরা পড়েছে। দেখা গেছে আটকে পড়া স্থানটিতে আলো রয়েছে এবং যথেষ্ট পরিমানে জায়গাও রয়েছে। সবথেকে বড় কথা ১০ দিন ধরে টানেলের মধ্যে থাকার সত্বেও তারা এখনও সুস্থ রয়েছেন।
টানেলের মধ্যে পাইপ লাইন বিছোনোর মাধ্যমে শ্রমিকদের বের করার কাজ শুরু করা হয়েছে। এই কাজে দেশীয় বিভিন্ন এজেন্সী যেমন রয়েছেন তেমনই বাইরে থেকেও সংস্থাকে নিয়ে আসা হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ এগোচ্ছে বলে জানা যাচ্ছে।
টানেলের মধ্যে আটকে পড়া একজন শ্রমিকের স্ত্রী জানান যে ক্যামেরার মাধ্যমে তিনি তাক স্বামীকতে দেখেননি। তিনি দেখতে পেলে তবেই বুঝতে পারবেন যে তার স্বামী নিরাপদ রয়েছেন।তবে আশার আলো যে ক্রমশ বাড়ছে সে বিষয়ে জানান তিনি।
সোমবার থেকে ৬ ইঞ্চির একটি পাইপ লাইন ভেঙে পড়া টানেলের একাঁশের মধ্যে প্রবেশ করানো হয়েছে শ্রমিকদের সঙ্গে যোগযোগ রক্ষা করার জন্য। ওই পাইনলাইনকে ব্যবহার করেই খিঁচুড়ি দেওয়া হচ্ছে।