Ugly Fight In BJP leader's Event: মাধেপুরায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা তারকিশোর প্রসাদের অনুষ্ঠানে চলল গুলি, দেখুন তুমুল মারামারির ভিডিয়ো

রবিবার বিহারের মাধেপুরা এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা তারকিশোর প্রসাদের উদ্যোগে।

Photo Credits: ANI

মাধেপুরা: রবিবার বিহারের (Bihar) মাধেপুরা (Madhepura) এলাকায় একটি অনুষ্ঠানের (event) আয়োজন করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা তারকিশোর প্রসাদের (former CM and BJP leader Tarkishore Prasad) উদ্যোগে। সেই অনুষ্ঠান চলাকালীন আচমকা সেখানে গুলি চালানোর (firing) ঘটনাকে কেন্দ্র করে তুমুল গণ্ডগোলের (Ugly Fight) সৃষ্টি হয়।

সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে ঘটনাস্থলের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানে হাজির ব্যক্তিরা একে অপরকে চেয়ার ছুঁড়ে মারছে। পুলিশ কর্মীরা তাদের আটকানোর চেষ্টা করলেও তাতে সক্ষম হননি। আরও পড়ুন: Mumbai: ছাত্রের সঙ্গে শিক্ষিকার নগ্ন ভিডিয়ো কল, কেলেঙ্কারি কাণ্ড মুম্বইয়ে

দেখুন ভিডিয়ো:

পরে মাধেপুরা পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, সঞ্জয় কুমার ভগত বলে এক ব্যক্তি পঙ্কজ কুমার নিরালা নামে অন্য এক ব্যক্তিকে টাকা ধার দিয়েছিলেন। অনুষ্ঠানের সময় পঙ্কজের কাছ থেকে ওই টাকা ফেরত চান সঞ্জয়। আর তাতেই রেগে গিয়ে আচমকা নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল বের করে প্রকাশ্যে সঞ্জয়ের উপরে গুলি চালিয়ে দেয় পঙ্কজ। গুলি গিয়ে সঞ্জয়ের কোমরে। তাঁকে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি পঙ্কজকে গ্রেফতার করা হয়েছে।



@endif