Gonda Shocker: যোগীরাজ্যে প্রকাশ্যে মহিলাকে মারধর একদল জনতার, ঘটনাস্থলের ভিডিয়ো

পারিবারিক বিবাদের জেরে এক মহিলাকে নৃশংসভাবে মারধর করার অভিযোগ উঠেছে তাঁর কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্ডা জেলার বীরহামাটপুরের ওয়াজিরগঞ্জ পুলিশ স্টেশন এলাকায়। পরে এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরেও নডেচড়ে বসেনি পুলিশ।

Photo Credits: Twitter

গোন্ডা: পারিবারিক বিবাদের জেরে এক মহিলাকে (woman) নৃশংসভাবে মারধর (beaten) করার অভিযোগ উঠেছে তাঁর কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) গোন্ডা (Gonda) জেলার বীরহামাটপুরের (Birhamatpur) ওয়াজিরগঞ্জ পুলিশ স্টেশন (Wazirganj police station) এলাকায়। পরে এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (viral) হওয়ার পরেও নডেচড়ে বসেনি পুলিশ।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, নির্দয়ভাবে ওই মহিলাকে মারধরের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরই নিন্দার ঝড় বয়ে গেছে নেটদুনিয়ায়। এমনকী জখম অবস্থায় ওই মহিলা দুদিন ধরে স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ জানানোর চেষ্টা করলেও পুলিশ তা নিতে অস্বীকার করে বলে অভিযোগ। বাধ্য হয়ে ওই মহিলা স্থানীয় এসএসপির (SSP) কাছে এই বিষয়ে অভিযোগ জানান। কিন্তু, এসএসপির নির্দেশ সত্ত্বেও পুলিশ এফআইআর (FIR) নথিভুক্ত করেনি বলে অভিযোগ।



@endif