Uddav Thackeray On Ordinance Bill : অর্ডিন্যান্স ইস্যুতে কেন্দ্রের সরকারকে গনতন্ত্র ও সংবিধানের বিরোধী বলে তোপ উদ্ভব ঠাকরের

রাজ্য সভায় যাতে এই বিল পাশ না হয় সেই উদ্দেশ্যে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাত সারছেন কেজরিওয়াল।

Photo Sources: ANI/Twitter

দিল্লির প্রশাসনিক ক্ষমতা কার হাতে থাকবে এই নিয়ে আপের সঙ্গে বিজেপির দ্বন্দ্ব চরমে। ইতিমধ্যেই অধ্যাদেশ জারি করে ক্ষমতার রাশ নিজের হাতে রাখার চেষ্টা করেছে কেন্দ্রের বিজেপি সরকার।

সেই রাশ নিজেদের হাতে আনতে এবং রাজ্য সভায় যাতে এই বিল পাশ না হয় সেই উদ্দেশ্যে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাত সারছেন কেজরিওয়াল।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করার পর এবার মুম্বইতে উদ্ভব ঠাকরের সঙ্গে দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল।সাক্ষাতের পর উদ্ভব ঠাকরে জানান, "আমরা একসঙ্গে এসেছি এই দেশ এবং গনতন্ত্রকে বাঁচাতে। আমি মনে করি আমরা বিরোধী দল নয়।তারা (কেন্দ্রকে) বিরোধী বলা উচিত কেননা তারা গনতন্ত্র এবং সংবিধানের বিরুদ্ধে" বলে মন্তব্য করেন তিনি।