IPL Auction 2025 Live

Delhi: বাবা-মায়ের অনুপস্থিতিতে গাড়িসহ দুই বাচ্চাকে অপহরণ করল এক ব্যক্তি, পুলিশের তৎপরতা উদ্ধার অপহৃত সন্তানরা

বাচ্চাদের গাড়িতে রেখে লক না করেই মিষ্টি কিনতে গিয়েছিলেন ফরিদাবাদ নিবাসী এক দম্পতি। ফিরে এসে দেখে গাড়িসহ দুই বাচ্চাকে উধাও। স্থানীয় দোকানদাররা জানান এক ব্যক্তি সুযোগ বুঝে গাড়ি নিয়ে পালিয়েছে। এরপর ওই পরিবার দারস্থ হয় স্থানীয় পুলিশের কাছে। পুলিশের তৎপরতায় মাত্র আড়াই ঘন্টার মধ্যে গাড়িসহ শিশুদের সুরক্ষিতভাবে ফিরে পান ওই দম্পতি। শুক্রবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে দিল্লির শঙ্করপুর এলাকায়। পুলিশসূত্রে খবর, ঘটনার তদন্তে নেমে আমরা ট্রাফিক ব্যবস্থা, স্পেশাল ফোর্স সহ পাশ্ববর্তী এলাকার থানাগুলিকে সতর্ক করা হয়। সেইসঙ্গে সীমান্ত এলাকাগুলিতেও পুলিশ নিয়োগ করা হয়। সিসিটিভি সার্ভিলেন্সের মাধ্যমে গাড়ির হদিশ পাওয়া যায়।

পুলিশ আরও জানিয়েছে যে, সীমান্ত এলাকায় পুলিশি নিরাপত্তা দেখে সে ভয়ে ফিরে এসে সময়পুর বদলি এলাকায় গাড়ি ছেড়ে পালিয়ে যায়। গাড়ির সন্ধান মিলতেই ওই দম্পতিকে নিয়ে ঘটনাস্থলে পুলিশের টিম উপস্থিত হয় এবং বাচ্চাদের সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়। পাশাপাশি গাড়িতেও কোনও ক্ষতি করেনি বলে জানিয়েছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত অপরাধীর কোনও হদিশ মেলেনি। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

দম্পতির অভিযোগ, অপহরণের পর গাড়িতে থাকা মহিলার একটি মোবাইল বাচ্চাদের সাহায্যে আনলক করে তাঁর স্বামী ফোন করে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি। ফোন করে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু পুলিশের ভয়ে গাড়ি মাঝপথে রেখেই গা ঢাকা দেয় সে।তবে এই ঘটনার পর আতঙ্কে রয়েছে ওই পরিবার। তাঁদের আশঙ্কা ওই ব্যক্তিকে টাকা না দিলে আবারও বাচ্চাদের অপহরণ করতে পারে।