Turkey, Syria Earthquake: তুরস্কে অপারেশন 'দোস্ত', ভারতীয় সেনা অফিসারকে জড়িয়ে ধরলেন তুরস্কের মহিলা

অপারেশন দোস্ত-এর মাধ্যমে ভারত যখন তুরস্কের পাশে দাঁড়াচ্ছে, সেই সময় ভারতীয় সেনা বাহিনীর এক অফিসারকে ধন্যবাদ জানিয়ে তাঁকে জড়িয়ে ধরলেন তুরস্কেের এক মহিলা।

Turkish Woman Thanks Indian Army (Photo Credit: Twitter)

দিল্লি, ১০ ফেব্রুয়ারি: ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কে অপারেশন 'দোস্ত' শুরু করেছে ভারত (India)। ভারত থেকে খাবার, ওষুধের পাশাপাশি সেনা বাহিনীর একের পর এক দলকে পাঠানো হচ্ছে তুরস্কে। বিপর্যয় মোকাবিলাকারী দলের পাশাপাশি ভারতীয় সেনা দিনরাত এক করে তুরস্কে উদ্ধার কাজ চালাচ্ছে। সে দেশের মানুষকে যাতে নিরাপদে ধ্বংসাবশেষের নীচ থেকে বের করে আনা যায়, সেই চেষ্টা শুরু করেছে ভারতীয় সেনা। অপারেশন দোস্ত-এর মাধ্যমে ভারত যখন তুরস্কের পাশে দাঁড়াচ্ছে, সেই সময় ভারতীয় সেনা বাহিনীর এক অফিসারকে ধন্যবাদ জানিয়ে তাঁকে জড়িয়ে ধরলেন তুরস্কেের এক মহিলা। তুরস্কের পাশে ভারত যেভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সাহায্য করছে, তার জেরেই সেনা বাহিনীর ওই মহিলা অফিসারকে ভালবাসা জানানো হয়। যে ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। দেখুন...

আরও পড়ুন: Turkey, Syria Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক, সিরিয়ায় মৃতের সংখ্যা পৌঁছল ২১ হাজারে, নিখোঁজ আরও এক ফুটবলার

এদিকে তুরস্ক (Turkey)  এবং সিরিয়ায় (Syria) ভয়াবহ ভূমিকম্পের (Earthquake) জেরে মৃতের সংখ্যা ২১ হাজারে পৌঁছে গেল। তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা হু হু করে যখন বাড়তে শুরু করেছে, সেই সময় প্রতিদিন নতুন নতুন সংখ্যা সামনে আসছে। ভূমিকম্পের জেরে শুক্রবার মৃতের সংখ্যা ২১ হাজারে পৌঁছে গিয়েছে বলে খবর।