India-China Standoff In Ladakh: প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ইন্দো-চিন সংঘাত, মঙ্গলবার সংসদে বিবৃতি দেবেন রাজনাথ সিং

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন সংঘাত নিয়ে আজ মঙ্গলবার সংসদে বিবৃতি দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। ভারত-চিন সীমান্ত সংঘাত নিয়ে নরেন্দ্র মোদি সরকারের প্রথম অফিশিয়াল বিবৃতি হবে এটাই। গত রবিবার সংসদে বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকেও বিষয়টি আলোচ্য ছিল। আজ সংসদের নিম্নকক্ষে রাজনাথ সিং ঠিক কখন বিবৃতি দেবেন তা এখনও জানা যায়নি। ইন্দো-চিন সীমান্তের উত্তেজনা প্রসঙ্গে বহুদিন ধরেই বিরোধীদের তীব্র আক্রমণের মুখে রয়েছে কেন্দ্র। এদিকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ঠিক কী অবস্থায় রয়েছে কেন্দ্র তা দেশবাসীকে জানাক, দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

রাজনাথ সিংয়ের ফাইল ছবি (Photo Credits: Twitter/@rajnathsingh)

নতুন দিল্লি, ১৫ সেপ্টেম্বর: পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন সংঘাত নিয়ে আজ মঙ্গলবার সংসদে বিবৃতি দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। ভারত-চিন সীমান্ত সংঘাত নিয়ে নরেন্দ্র মোদি সরকারের প্রথম অফিশিয়াল বিবৃতি হবে এটাই। গত রবিবার সংসদে বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকেও বিষয়টি আলোচ্য ছিল। আজ সংসদের নিম্নকক্ষে রাজনাথ সিং ঠিক কখন বিবৃতি দেবেন তা এখনও জানা যায়নি। ইন্দো-চিন সীমান্তের উত্তেজনা প্রসঙ্গে বহুদিন ধরেই বিরোধীদের তীব্র আক্রমণের মুখে রয়েছে কেন্দ্র। এদিকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ঠিক কী অবস্থায় রয়েছে কেন্দ্র তা দেশবাসীকে জানাক, দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত ৫ মে ইন্দো-চিন সীমান্তে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা ছড়ায়। আরও পড়ুন-Mamata Banerjee: দুর্গাপুজোর প্যান্ডেল খোলামেলা রাখতে হবে; ৮০০০ গরিব পুরোহিত, ব্রাহ্মণকে দেওয়া হবে ভাতা, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

ওই দিন চিনের তরফে ২৫০ জন লালফৌজ ও ভারতীয় সেনার মধ্যে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষের জেরে ১০০-রও বেশি ভারতীয় সেনা আহত হন। বাদ যায়নি চিনের সেনারাও। এরপর গত ৯ মে প্যাংগং লেকের হামলার সংঘর্ষের সূত্র ধরে উত্তর সিকিমেও সেই ঘটনার পুনরাবৃত্তি হয়। গত ১৫-১৬ জুন রাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে লাদাখের গলওয়ান ভ্যালিতে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে হামলা চালায় লালফৌজ। এই সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন। এই সীমান্ত সংঘর্ষে চিনের লালফৌজের ৪৩ জনের প্রাণহানি ঘটে। গত ৭ সেপ্টেম্বর ফের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গুলি চলেছে। লালফৌজের দাবি ভারতীয় সেনা আগ বাড়িয়ে সীমান্তে গুলি চালিয়েছে। যদিও পিপল লিবারেশন আর্মির এই অভিযোগ ফুৎকারে উড়িয়েছে ভারতীয় সেনা। তথ্যানুসারে, প্যাঙ্গং লেকের দক্ষিণ তীরে দুই দেশের সেনাবাহিনী সংঘর্ষে জড়ায়। প্যাঙ্গং লেকের দক্ষিণ তীরে সুবিধেজনক জায়গায় রয়েছে ভারতীয় সেনা। লেকের ৮ আঙুল পর্যন্ত জায়গা নিজেদের বলে দাবি করেছে ভারতীয় সেনা। অন্যদিকে লালফৌজ প্যাঙ্গং লেকের পাঁচ থেকে আট আঙুলের মধ্যে সেনা ব্যারাক তৈরি করেছে।