COVID-19 Cases In India: মঙ্গলবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৯.৩০ লাখ ছাড়িয়ে গেল, মৃত্যু মিছিলে শামিল ৮০ হাজার ৭৭৬ জন
৮৩ হাজার ৮০৯ জন নতুন আক্রান্তকে নিয়ে ভারতের কোভিড-১৯ রোগীর সংখ্যা (COVID-19 Cases In India) পৌঁছে গেল ৪৯ লাখ ৩০ হাজার ২৩৭-এ। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১ হাজার ৫৪ জন। এই মুহূর্তে সংক্রামিত ৯ লাখ ৯০ হাজার ৬১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৮ লাখ ৫৯ হাজার ৪০০ জন। সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ৮০ হাজার ৭৭৬ জন। ভারতে কোভিড-১৯ সুস্থতার হার বর্তমানে ৭৭.৮৮ শতাংশে দাঁড়িয়ে। মৃত্যুর হার, ১.৬৫ শতাংশ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্যানুসারে দেশের মধ্যে সবথেকে করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র।
নতুন দিল্লি, ১৫ সেপ্টেম্বর: ৮৩ হাজার ৮০৯ জন নতুন আক্রান্তকে নিয়ে ভারতের কোভিড-১৯ রোগীর সংখ্যা (COVID-19 Cases In India) পৌঁছে গেল ৪৯ লাখ ৩০ হাজার ২৩৭-এ। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১ হাজার ৫৪ জন। এই মুহূর্তে সংক্রামিত ৯ লাখ ৯০ হাজার ৬১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৮ লাখ ৫৯ হাজার ৪০০ জন। সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ৮০ হাজার ৭৭৬ জন। ভারতে কোভিড-১৯ সুস্থতার হার বর্তমানে ৭৭.৮৮ শতাংশে দাঁড়িয়ে। মৃত্যুর হার, ১.৬৫ শতাংশ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্যানুসারে দেশের মধ্যে সবথেকে করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র।
ভারতে ১ দিনে সংক্রামিত ৮৩ হাজার ৮০৯ জন
এই মুহূর্তে দেশের পশ্চিমাংশের এই রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৭৭ হাজার ৩৭৪। সোমবার সারাদিনে সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ১৭ হাজার ৬৬ জন। ২৪ ঘণ্টায় সেখানে করোনার বলি ৩৬৩ জন। সবমিলিয়ে মহারাষ্ট্রে মোট মৃতের সংখ্যা বেড়ে হল২৯ হাজার ৮৯৪ জন। মহারাষ্ট্র ছাড়াও দেশের করোনা বিধ্বস্ত রাজ্যগুলির মধ্যে অন্যতম হল অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ। মহারা,্ট্রের সর্বসেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রাশিয়াকেও পিছনে ফেলে দিয়েছে। এই মুহূর্তে ওয়ার্ল্ডোমিটারের রিপোর্ট অনুযায়ী আমেরিকা, ভারত, ব্রাজিলের পর চতুর্থ করোনা বিধ্বস্ত দেশটি রাশিয়া। আইসিএমআর এর রিপোর্ট অনুযায়ী গতকাল সোমবার ভারতে ১০ লাখ ৭২ হাজার ৮৪৫টি নমুনার করোনা টেস্ট হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ভারতে ৫ কোটি ৮৩ লক্ষ ১২ হাজার ২৭৩টি নমুনার করোনা টেস্ট হয়েছে। আরও পড়ুন-Imran Khan: রাসায়নিকের সাহায্যে ধর্ষকের পুরুষাঙ্গ কাটা হোক, নিদান দিলেন ইমরান খান
মহামারী করোনায় ত্রস্ত গোটা বিশ্ব। সবথেকে বেশি বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরেই দ্বিতীয় করোনা বিধ্বস্ত দেশ ভারত। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর সকাল পর্যন্ত বিশ্বে মোট করোনা রোগী ২৯.১ মিলিয়নের কোটা ছাড়িয়ে গেল। এই মুহূর্তে পৃথিবীতে মোট করোনা আক্রান্ত ২ কোটি ৯১ লক্ষ ৮২ হাজার ১৯৮ জন। মৃত্যু মিছিলে শামিল ৯ লাখ ২৭ হাজার ১৫ জন।