TRS MLAs Poaching Row: বিধায়ক কিনে সরকার ফেলতে চাইছে বিজেপি, অভিযোগ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বিজেপির বিরুদ্ধে তাঁদের দলের ২০ থেকে ৩০ জন বিধায়ককে কিনে তাঁর সরকার ফেলার চেষ্টার করার অভিযোগ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

হায়দরাবাদ: বিজেপির বিরুদ্ধে তাঁদের দলের ২০ থেকে ৩০ জন বিধায়ককে কিনে তাঁর সরকার ফেলার চেষ্টার করার অভিযোগ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrasekhar Rao)।

রবিবার তেলেঙ্গানার মুনুগোড়ে রাও সেগমেন্টে (Munugode Rao segment) উপনির্বাচন উপলক্ষ্যে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় দলীয় প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখছিলেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির (TRS) সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrasekhar Rao)। সেখানেই তিনি বলেন, "দিল্লি থেকে কিছু দালাল এসে আমাদের বিধায়কদের (MLA) মাথাপিছু ১০০ কোটি (100 crore) টাকা ঘুষ (Bribe) দিতে চাইছে। আমাদের দলের ২০ থেকে ৩০ জন বিধায়ককে কিনে ক্ষমতায় থাকা সরকারকে ফেলে দিতে চাইছে। কিন্তু, এই মাটির সত্যিকারের সন্তানরা সমস্ত প্রলোভন উপেক্ষা করে সেই অফার ফিরিয়ে দিয়েছেন।"

তিনি আরও বলেন, "আপনারা গতকাল দেখেছেন, বিজেপি (BJP) ভাবছে কেসিআর (KCR) জোরগলায় কথা বলছে। তাই তাঁকে রাজনৈতিক ভাবে শেষ করতে হবে। এইজন্য তারা দালাল (brokers) পাঠিয়ে প্রতিটি বিধায়ককে ১০০ কোটি টাকায় কিনতে চাইছে। এই রাজ্যের ক্ষমতায় থাকা সরকারকে ফেলে দিয়ে তেলেঙ্গানা (Telangana) দখল করতে চাইছে। যাতে করে এখানেও সমস্ত কিছু বেসরকারি (privatisation) হাতে তুলে দেওয়া যায়।"

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবারই তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির চার বিধায়ককে ঘুষ দেওয়ার চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে তিনজন। তাদের বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। রবিবার জনসভায় ওই চারজন বিধায়ককে মঞ্চের উপর প্যারেড করান কে চন্দ্রশেখর রাও।