IPL Auction 2025 Live

Army Rescued Tourists From Sikkim: খারাপ আবহাওয়ার জেরে সিকিমে আটকে থাকা ৭০ জনের বেশি পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা

বৃহস্পতিবার খারাপ আবহাওয়ার জন্য সিকিমের কুপআপ ও গনাথং আটকে পড়েছিলেন বৃদ্ধ-বৃদ্ধা, মহিলা ও শিশু-সহ ৭০ জনের বেশি পর্যটক। খবর পাওয়ার পর তাঁদের উদ্ধার করেন ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের জওয়ানরা।

Photo Credits: ANI

গ্যাংটক: দেশরক্ষার কাজে নিযুক্ত থাকার পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তে যখনই কোনও প্রাকৃতিক বিপর্যয় বা বড় সমস্যা দেখা যায় তখনই ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ হতে দেখা যায় সেনাবাহিনীকে। সিকিমের (Sikkim) কুপআপ (Kupup) ও গনাথং (Gnathang) এলাকায় খারাপ আবহাওয়ার (inclement weather) জন্য আটকে থাকা (stranded) ৭০ জনের বেশি পর্যটক (tourists) হাতেনাতে তারই প্রমাণ পেলেন। সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এলেন ভারতীয় সেনাকর্মীরা।

সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজ থেকে জানা গেছে, বৃহস্পতিবার খারাপ আবহাওয়ার জন্য সিকিমের কুপআপ ও গনাথং আটকে পড়েছিলেন বৃদ্ধ-বৃদ্ধা (elderly), মহিলা (women) ও শিশু (children)-সহ ৭০ জনের বেশি পর্যটক। খবর পাওয়ার পর তাঁদের উদ্ধার করেন (rescued) ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের (Trishakti Corps of the Indian Army) জওয়ানরা। সেই সঙ্গে ওই পর্যটকদের থাকার জন্য উপযুক্ত ব্যবস্থা (comfortable stay) করার পাশাপাশি গরম জামাকাপড় (warm clothing), প্রয়োজনীয় ওষুধ (medical aid) ও গরম খাবারের (hot meals) ব্যবস্থাও করেন (provided) তাঁরা। আরও পড়ুন: Modi Govt Covid Advisory To States: করোনার প্রকোপ বৃদ্ধির জের, ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য নয়া নির্দেশিকা কেন্দ্রের