Tripura Assembly Election 2023: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখছেন মিথ্যার উপর ভর করে, অভিযোগ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের
রবিবার দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করতে গিয়ে সিপিএমের পলিটব্যুরোর সদস্য মানিকবাবু বলেন, "প্রধানমন্ত্রী এভাবে মিথ্যার উপর ভর করে বক্তব্য রাখতে পারেন না।। মানুষকে এইরকম ভাবে ভুল বোঝানো তাঁর উচিত হচ্ছে না।"
আগরতলা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) মিথ্যার (Falsehood) উপর ভর করে বক্তব্য রাখছেন। গতকাল ত্রিপুরায় এসে দুটি জনসভা থেকে রাজ্যের প্রাক্তন শাসকদল সিপিএমকে (CPIM) তীব্র আক্রমণ করেন নরেন্দ্র মোদি। রবিবার তার জবাবে এভাবে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার (Tripura's former CM Manik Sarkar)। মিথ্যের আশ্রয় নিয়ে রাজ্যে বিজেপি সরকারের অপকীর্তিগুলোকে মোদি ডাকার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
রবিবার দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করতে গিয়ে সিপিএমের পলিটব্যুরোর সদস্য মানিকবাবু বলেন, "প্রধানমন্ত্রী এভাবে মিথ্যার উপর ভর করে বক্তব্য রাখতে পারেন না।। মানুষকে এইরকম ভাবে ভুল বোঝানো তাঁর উচিত হচ্ছে না।"
তিনি আরও বলেন, "আমি ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকার সময় তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বাংলাদেশে বিদ্যুত সরবরাহ করার প্রস্তাব দিয়েছিলেন। তারপর ২০১৩-১৪ সালে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার থাকাকালীনই এই বিষয় নিয়ে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বৈঠকও হয়। কিন্তু, মোদি দাবি করছেন ২০১৮ সালে বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আসার পর প্রতিবেশী দেশে বিদ্যুত সরবরাহ শুরু হয়েছে। ২০১৫ সালের ২৭ মে বাম সরকারের আমলে ত্রিপুরাই হল দেশের মধ্যে প্রথম রাজ্য যেখান থেকে আর্মড ফোর্স অ্যাক্ট ১৯৫৮, তুলে নেওয়া হয়। একসময়ে মোদি মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকের সময় কীভাবে ত্রিপুরা থেকে জঙ্গিদের উৎখাত করা সম্ভব হয়েছে তা জানতে চান। তাঁর অনুরোধেই আমি সন্ত্রাসবাদ দমনে বাম সরকারের উদ্যোগের কথা বিস্তারিত ভাবে জানাই।"