Tripura Youth Killed By Coronavirus: করোনা ভাইরাসের থাবা, মালয়েশিয়ায় মৃত ত্রিপুরার যুবক

করোনা ভাইরাসের (Coronavirus) গেরোয় অস্থির চিন। সেখানে মৃতের সংখ্যা ১৩২ ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা ৬০০০ ছাড়িয়ে গিয়েছে। নভেলা করোনা ভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব এখন আতঙ্কিত। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসের ছোবলে এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম মনির হোসেন। বছর তেইশের মনির ত্রিপুরার বাসিন্দা। তবে কর্মসূত্রে থাকতেন মালয়েশিয়ায়। সেখানকার একটি হোটেলে কাজ করতেন। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। বুধবার সকালে হোটেল কর্তৃপক্ষ মনিরের পরিবারকে দুঃসংবাদটি দিলে এলাকায় নেমেছে শোকের। ২০১৬-তে বিয়ে করেছেন মনির। তারপর ভাল রোজগারের আশায় ২০১৮ সালে মালয়েশিয়ায় চলে যান। পরিবারের একমাত্র রোজগেরেকে হারিয়ে অকুলপাথারে মনিরের অভিভাবকরা।

করোনা ভাইরাস (Photo Credits: IANS)

আগরতলা, ৩০ জানুয়ারি: করোনা ভাইরাসের (Coronavirus) গেরোয় অস্থির চিন। সেখানে মৃতের সংখ্যা ১৩২ ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা ৬০০০ ছাড়িয়ে গিয়েছে। নভেলা করোনা ভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব এখন আতঙ্কিত। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসের ছোবলে এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম মনির হোসেন। বছর তেইশের মনির ত্রিপুরার বাসিন্দা। তবে কর্মসূত্রে থাকতেন মালয়েশিয়ায়। সেখানকার একটি হোটেলে কাজ করতেন। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। বুধবার সকালে হোটেল কর্তৃপক্ষ মনিরের পরিবারকে দুঃসংবাদটি দিলে এলাকায় নেমেছে শোকের। ২০১৬-তে বিয়ে করেছেন মনির। তারপর ভাল রোজগারের আশায় ২০১৮ সালে মালয়েশিয়ায় চলে যান। পরিবারের একমাত্র রোজগেরেকে হারিয়ে অকুলপাথারে মনিরের অভিভাবকরা। কী করে ছেলের দেহ ফেরানো হবে, তানিয়ে কেন্দ্রের কাছে দরবার শুরু করেছেন।

চিনের হাত ধরে করোনা ভাইরাস এখন গোটা বিশ্বের কাছেই মূর্তিমান আতঙ্ক। ১৭টি দেশে অন্তত ৬০ জন এমন রোগীর হদিশ মিলেছে যাঁদের প্রত্যেকের দেহেই নভেল করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত। আমেরিকা, ম্যাকাও, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান প্রমুখ দেশের পাশাপাশি জার্মানি ও শ্রীলঙ্কাতেও আক্রান্তের খোঁজ মিলেছে। এর মধ্যেই মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ত্রিপুরার যুবকের মৃত্যুর খবর সামনে এল। আরও পড়ুন-Doctor Kafeel Khan Arrested: সিএএ বিরোধী সভায় বক্তব্য রাখতে এসে মুম্বইতে গ্রেপ্তার ডাক্তার কাফিল খান

জানা গিয়েছে, মনিরের দেহ ফেরাতে মালয়েশিয়া সরকারের তরফে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি। তবে এনিয়ে ত্রিপুরা সরকার কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেছে। মনিরের এক সহকর্মীই প্রথম তাঁর মৃত্যুর খবর ত্রিপুরার বাড়িতে জানিয়েছিলেন। মনিরের বাড়ি ত্রিপুরার সিপাইজোলাতে সেখানেই বুধবার সকালে কুয়ালালামপুর থেকে ফোন করে মনিরের মৃত্যু সংবাদ দেন তাঁর সহকর্মী।