Tripura Flood: ত্রিপুরার বন্যা দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা, দান করলেন এক মাসের বেতন
শুক্রবার, বায়ুসেনার হেলিকপ্টারে চেপে গোমতী ও দক্ষিণ ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিভিন্ন ত্রাণশিবিরও ঘুরে দেখেন। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি আর্তদের সঙ্গে কথাও বলেন তিনি।
নয়াদিল্লিঃ ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে ত্রিপুরার(Tripura) বন্যা পরিস্থিতি(Flood Condition)। জলের তলায় বিস্তীর্ণ এলাকা। সপ্তাহখানেকের বৃষ্টিতেই বন্যা(Heavy Rain) পরিস্থিতি তৈরি হয় ত্রিপুরায়। জলের তলায় কয়েক হাজার বাড়ি। মাথার উপরের ছাদ হারিয়ে ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। রোজ লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে সরকারি সূত্রে খবর। সরকারি সূত্রে খবর বন্যার জেরে এখনও পর্যন্ত প্রায় পাঁচ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। এই কঠিন সময়ে ত্রিপুরার পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ত্রিপুরাকে ৪০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বন্যা পরিস্থিতিতে নিজের এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সোমবার তিনি টুইট করেন, "বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে আমি আমার এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করছি।" প্রসঙ্গত, শুক্রবার, বায়ুসেনার হেলিকপ্টারে চেপে গোমতী ও দক্ষিণ ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিভিন্ন ত্রাণশিবিরও ঘুরে দেখেন। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি আর্তদের সঙ্গে কথাও বলেন তিনি।
ত্রিপুরার বন্যা দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা