Afghanistan Crisis: কাবুল দখলের পরেই আফগানিস্তান ভারত বাণিজ্যিক সম্পর্কের ইতি টানল তালিবান

দু’দশক পরে কাবুল (Kabul) দখল করেছে তালিবানরা (Taliban)৷ আর সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেছে আফগান ভারত বাণিজ্যপথ৷ আফগানিস্তান ফি বছরের বহু প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ভারত থেকে আমদানি করত৷

তালিবানের দখলদারি, ছবি আল জাজিরা

নতুন দিল্লি, ১৯ আগস্ট: দু’দশক পরে কাবুল (Kabul) দখল করেছে তালিবানরা (Taliban)৷ আর সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেছে আফগান ভারত বাণিজ্যপথ৷ আফগানিস্তান ফি বছরের বহু প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ভারত থেকে আমদানি করত৷ একইভাবে শুকনো ফলের জন্য আফগানিস্তানের উপরে নির্ভরশীল ছিল ভারত৷ একটি নির্দিষ্ট রাস্তা দিয়ে দু’দেশের পণ্য আমদানি রপ্তানি হত৷ ক্ষমতা দখল করে সেই আমদানি রপ্তানিতে দাঁড়ি বসিয়ে দিয়েছে তালিবান৷ এই প্রসঙ্গে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল ডক্টর অজয় সহায় সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, তিনিই জানান যে দুই দেশরে মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে পাকিস্তান৷

তিনি আরও বলেন, “বাণিজ্য এবং বিনিয়োগের ব্যাপারে দু’দেশের সম্পর্ক দীর্ঘ দিনের। এ ব্যাপারে আমরা আফগানিস্তানের সবথেকে বড় সহযোগী। ২০২১ সালে সে দেশে আমাদের রফতানির অঙ্ক ছিল ৮৩.৫ কোটি ডলার। ৫১ কোটি ডলারের পণ্য আমরা আমদানি করেছি সে দেশ থেকে। চিনি, ওষুধ, পোশাক, চা, কফি, মশলা, ট্রান্সমিটার টাওয়ারের মতো জিনিস বর্তমানে আফগানিস্তানে রফতানি করে ভারত। অন্যদিকে শুকনো ফলের ব্যাপারে আফগানিস্তানের উপর অনেকটাই নির্ভরশীল আমরা। আমি নিশ্চিত আফিগানিস্তান একটা সময় পর অনুভব করবে এগিয়ে যাওয়ার একমাত্র পথ অর্থনৈতিক উন্নতি। ব্যবসার মাধ্যমেই যা সম্ভব৷”  আরও পড়ুন-Coronavirus Cases In India: ১৪৯ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস, ফের বাড়ল করোনা রোগীর সংখ্যা

তবে অজয় সহায় আশা রাখেন এই পরিস্থিতি বদলাবে৷ সার্বিক উন্নয়নে অংশ নিতে তালিবান ফের আফগানিস্তান ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক চালু করবে৷ তবে শোনা য়াচ্ছে এখন দুবাই হয়ে সামান্য হলেও দুই দেশের মধ্যে বাণিজ্য চালু রয়েছে৷ গত রবিবার কাবুল দখল করে তালিবান৷   তারপর থেকে দেশ ছাড়ার জন্য তৎপর আফগানরা৷ কিন্তু উদ্ধারকারী বিমান শুধু ফিরেই আসছে৷   কারণ হামিদ কারজাই বিমানবন্দর ঘিরে রেকেছে তালিবানরা৷



@endif