Air Force Commanders Meet: লাদাখে কি মোতায়েন করা হবে রাফাল যুদ্ধবিমান? বৈঠকে বসছে বায়ুসেনার কমান্ডাররা
চিনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভারতীয় বায়ুসেনার (IAF) শীর্ষ কমান্ডাররা (Air Force Commanders) এই সপ্তাহে বৈঠকে বসছেন। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখান এবং রাফাল যুদ্ধ বিমান মোতায়েন নিয়ে আলোচনা করবেন তাঁরা। এমাসের শেষেই ভারতে এসে যাবে রাফাল। ভারতীয় বায়ুসেনার কর্তারা সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, শীর্ষ কমান্ডাররা ২২ জুলাই থেকে ২ দিনের বৈঠকে বসবেন। বিভিন্ন নিরাপত্তা ইশুতে আলোচনা করবেন তাঁরা। এয়ার চিফ মার্শাল আরকেএস ভদৌরিয়ার ( RKS Bhadauria) নেতৃত্বে হবে ওই বৈঠক। বৈঠকের মূল এজেন্ডা পয়েন্টগুলির মধ্যে রয়েছে ভারত-চিন সীমান্তের পরিস্থিতি এবং পূর্ব লাদাখের ফরোয়ার্ড এরিয়ায় বাহিনী মোতায়েন। এছাড়াও উত্তর সীমান্ত নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর।
নতুন দিল্লি, ১৯ জুলাই: চিনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভারতীয় বায়ুসেনার (IAF) শীর্ষ কমান্ডাররা (Air Force Commanders) এই সপ্তাহে বৈঠকে বসছেন। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখান এবং রাফাল যুদ্ধ বিমান মোতায়েন নিয়ে আলোচনা করবেন তাঁরা। এমাসের শেষেই ভারতে এসে যাবে রাফাল। ভারতীয় বায়ুসেনার কর্তারা সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, শীর্ষ কমান্ডাররা ২২ জুলাই থেকে ২ দিনের বৈঠকে বসবেন। বিভিন্ন নিরাপত্তা ইশুতে আলোচনা করবেন তাঁরা। এয়ার চিফ মার্শাল আরকেএস ভদৌরিয়ার (RKS Bhadauria) নেতৃত্বে হবে ওই বৈঠক। বৈঠকের মূল এজেন্ডা পয়েন্টগুলির মধ্যে রয়েছে ভারত-চিন সীমান্তের পরিস্থিতি এবং পূর্ব লাদাখের ফরোয়ার্ড এরিয়ায় বাহিনী মোতায়েন। এছাড়াও উত্তর সীমান্ত নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর।
পূর্ব লাদাখের ফরোয়ার্ড বেসে ইতিমধ্যেই বায়ুসেনা মিরাজ ২০০০, সুখোই-৩০, এবং মিগ-২৯ যুদ্ধবিমান মোতায়েন করেছে। দিন ও রাতে মহড়া চলছে। এছাড়াও সর্বাধুনিক অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারও চিন সীমান্তে ফরোয়ার্ড বেসে মোতায়েন করা হয়েছে। ফ্রান্স থেকে এই মাসের শেষের দিকে দেশে আসবে রাফাল। লাদাখ সীমান্তে উত্তেজনার কথা মাথায় রেখে জরুরি ভিত্তিতে বেশ কয়েকটি রাফাল যুদ্ধবিমান আনছে ভারত। এমাসের শেষই তার কয়েকটি ভারতে এসে যাবে। রাফাল লাদাখ সীমান্তে মোতায়েন করা যায় কি না তা নিয়েও বায়ুসেনা কমান্ডারদের মধ্যে আলোচনা হবে বলে খবর। আরও পড়ুন: Madhya Pradesh: বিস্ফোরক দিয়ে এটিএম উড়িয়ে দিয়ে ২২ লাখ টাকা নিয়ে পালাল ২ দুষ্কৃতী
দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলির মধ্যে একমাত্র ভারতই সর্বাধিক উন্নত রাফাল যুদ্ধবিমান ব্যবহার করবে। সেনা কর্তাদের দাবি, উপমহাদেশে যে কোনও খেলা ঘুরিয়ে দিতে পারে রাফাল। কারণ রাফাল বেশিরভাগ উন্নত অস্ত্র ব্যবস্থায় সজ্জিত রয়েছে। যাতে চিন পেছনে পড়ে যাবে।