Tonk School Dress Code Dictat: জিন্স টি-শার্ট অশোভন, এই পোশাকে স্কুলে আসবেন না শিক্ষক ও কর্মীরা নিষেধাজ্ঞা জারি করল টঙ্ক জেলা প্রশাসন
সরকারি স্কুলের শিক্ষক ও অন্যান্য অশিক্ষক কর্মীরা জিন্স টি-শার্ট পরবেন না। তাঁদের জন্য জিন্স টি-শার্ট নিষিদ্ধ করল জেলা প্রশাসন। স্কুলের সময়টুকুতে তাঁরা এই পোশাক পরতে পারবেন না। চাঞ্চল্যকর ঘটনাটি রাজস্থানের টঙ্ক এলাকায়। সেখানকার জেলা শিক্ষাধিকারিক শিবারম সিং যাদব (Shivram Singh Yadav) জানিয়েছেন, পোশাক হিসেবে জিন্স টি-শার্ট হল অশোভন।
টঙ্ক, ২২ জানুয়ারি: সরকারি স্কুলের শিক্ষক ও অন্যান্য অশিক্ষক কর্মীরা জিন্স টি-শার্ট পরবেন না। তাঁদের জন্য জিন্স টি-শার্ট নিষিদ্ধ করল জেলা প্রশাসন। স্কুলের সময়টুকুতে তাঁরা এই পোশাক পরতে পারবেন না। চাঞ্চল্যকর ঘটনাটি রাজস্থানের টঙ্ক এলাকায়। সেখানকার জেলা শিক্ষাধিকারিক শিবারম সিং যাদব (Shivram Singh Yadav) জানিয়েছেন, পোশাক হিসেবে জিন্স টি-শার্ট হল অশোভন। তাই জেলার শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের জিন্স টি-শার্ট পরায় নিষেধাজ্ঞা বলবতের জন্য নির্দেশিকা জারি হল।
নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি স্কুলের শিক্ষক ও অন্যান্য কর্মীরা ফর্মাল পোশাক বা শার্ট প্যান্ট পরে স্কুলে আসবেন। যাদব বলেছেন, “কর্মক্ষেত্রে এই জিন্স টি-শার্ট পরে আসাটা একেবারেই ভাল দেখায় না। এটা দেখতে অশোভন ও ইনফর্মাল। শিক্ষক ও অন্যান্য কর্মচারীরা অবশ্যই ফর্মাল পোশাক পরে স্কুলে আসবেন, যা পড়ুয়াদের সামনে অন্তত পোশাক নির্বাচনে নিদর্শনের ভূমিকা নেবে।” আরও পড়ুন-Prashant Kishor: জনগণের অনিচ্ছায় নেওয়া সিদ্ধান্ত সরকারের শক্তি হতে পারে না, সিএএ প্রসঙ্গে অমিত শাহকে জবাব প্রশান্ত কিশোরের
রাজস্থানের শিক্ষক ও পঞ্চায়েত রাজ ফেডারেশনের সভাপতি নারায়ণ সিং সিসোদিয়া ইতিমধ্যেই এই নির্দেশিকা নিয়ে আপত্তি জানিয়েছেন। তিনি বলেছেন, জেলা শিক্ষাধিকারিক এই জাতীয় নির্দেশিকা জারি করতে পারেন না। এই ধরনের নির্দ্শিকা দিতে পারবে একমাত্র বিকানেরের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। রাজ্যের মাত্র একটি জেলার শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই নিয়মকানুন অনুসরণ করবেন বা তাঁদের উপরে চাপিয়ে দেওয়া হবে তা হতে পারে না।