Toilet Brushes Hanging Over Pizza Dough: পিৎজার ডো-এর উপর ঝুলছে টয়লেট ব্রাশ, ভাইরাল ভিডিয়ো
দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার তরফে তদন্তের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি ডোমিনোজের এ হেন কীর্তির জেরে পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দেওয়া হয় দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার তরফে।
বেঙ্গালুরু, ১৬ অগাস্ট: পিৎজার ( Pizza) ডো মাখা রয়েছে। পিৎজার ডো যে ট্রের উপর রয়েছে, সেদিকে তাকালে চমকে উঠবেন আপনি। জনপ্রিয় পিৎজা প্রস্তুতকারক ডমিনোজের (Domino’s) এমন একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। যেখানে ডোমিনোজদের একটি আউটলেটে পিৎজা ডো-এর ফর টয়লেট ব্রাশ ঝুলতে দেখা যায়। বেঙ্গালুরুর (Bengaluru) একটি আউটলেটে এমন ছবি চোখে পড়ে। যা দেখে চোখ কপালে ওঠে নেটিজেনদের একাংশের। বেঙ্গালুরুতে ডোমিনোজের আউটলেটে এমন ছবি চোখে পড়তেই তা নিয়ে শোরগোল শুরু হয়।
দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার তরফে তদন্তের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি ডোমিনোজের এ হেন কীর্তির জেরে পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দেওয়া হয় দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার তরফে।
আরও পড়ুন: Arpita Mukherjee: ফের ইডির সামনে অর্পিতা, পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রীকে জেলেই জেরা তদন্তকারীদের
গত ২৪ জুলাই সাহিল কারনানি নামে এক ব্যক্তি বেঙ্গালুরুতে ডোমিনোজের আউটলেটে এমন একটি ছবি শেয়ার করে। জনপ্রিয় পিৎজা প্রস্তুতকারক সংস্থা এভাবে গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দেয় বলে সংশ্লিষ্ট সংস্থাকে আক্রমণ করেন ওই ব্যক্তি। সাহিল কারনানি ওই ছবি শেয়ার করতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।