Delhi Election 2025: কংগ্রেস, আপ নেতাদের গলায় এখন নকশালদের ভাষা, মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
দিল্লিতে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনে জয় পেয়ে তিন দশক পর দিল্লিতে সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির।
দিল্লিতে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনে জয় পেয়ে তিন দশক পর দিল্লিতে সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির। অন্যদিকে গত বছর সরকারে থাকার পরেও ২২টি আসন জিতেছে আপ এবং কংগ্রেসের দখলে কোনও আসনই নেই। বিরোধীদের ভরাডুবির পর এখন কথায় কথায় তাঁদের বাক্যবাণে বিঁধছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে একযোগে কংগ্রেস, আপের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্যত তাঁদের সঙ্গে নকশালদের তুলনা করলেন তিনি।
কংগ্রেস. আপের সঙ্গে নকশালদের তুলনা
প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস নেতাদের মুখে এখন আরবান নকশালীদের ভাষা শোনা যাচ্ছে। কংগ্রেসের নেতারা যখন বলেন তাঁরা ভারতের বিরুদ্ধে লড়ছে এবং বিভিন্ন রাজ্যগুলিতে লড়ছে, তখন তাঁদের এই বক্তব্যগুলির সঙ্গে নকশালীদের কথার অনেক মিল পাওয়া যায়। আসলে এরা দেশের বিভিন্ন রাজ্যে উস্কানীমূলক মন্তব্য করে অরাজকতা ছড়ানোর চেষ্টা করছে। ঠিক একই ভাবে দিল্লিতেও আপ এভাবেই নকশাল মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছিল। এখন দেশের জনগণ তাঁদের পরিকল্পনা বুঝতে পেরেছে, তাই বিভিন্ন রাজ্য থেকে কংগ্রেস ও আপের মতো দলগুলির গ্রহণযোগ্যতা কমছে।
নবপ্রজন্মকে রাজনীতিতে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এদিন দিল্লি থেকে যুব সমাজকে রাজনীতিতে আসার জন্য আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, ভারতীয় রাজনীতিতে এবার নবপ্রজন্মকে এগিয়ে আসা উচিত। বিকশিত ভারতের জন্য নয়া প্রাণশক্তির প্রয়োজন রয়েছে। ফলে তরুণ তরুণীরাই আগামী দিনে দেশের হাল ধরবে বলে বিশ্বাস করেন প্রধানমন্ত্রী।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)