Tej Pratap Yadav: লালুর ছেলে তেজপ্রতাপ যাদবের শিব ভক্তির ভিডিয়ো ভাইরাল, মহাদেবের মূর্তি জড়িয়ে দুধ স্নান তেজস্বীর ভাইয়ের

লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব বিভিন্ন সময় তাঁর হাস্যকর মন্তব্য, আচরণের জন্য খবরে থাকেন। ভাই তেজস্বী যাদবের মত রাজনীতির তুখোড় বুদ্ধি তাঁর নেই, তেমন ভাল সিংহাসনের অঙ্কও বোঝেন না।

Photo Credits: X@UtkarshSingh

লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব বিভিন্ন সময় তাঁর হাস্যকর মন্তব্য, আচরণের জন্য খবরে থাকেন। ভাই তেজস্বী যাদবের মত রাজনীতির তুখোড় বুদ্ধি তাঁর নেই, তেমন ভাল সিংহাসনের অঙ্কও বোঝেন না। তেজস্বীর চেয়ে বয়সে বড় হলেও ভাই তেজস্বীর ছায়ায় ঢেকে থাকেন আরজেডি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী তেজপ্রতাপ। রাজনীতির চেনা ছকের বাইরে গিয়ে তেজপ্রতাপ চলেন নিজের খেয়ালে, বলেন নিজের ইচ্ছামত। সেই তেজপ্রতাপ আবার খবরে এলেন, তার শিবভক্তির জন্য।

তেজস্বীর বিরুদ্ধে যাই বলুন, তাঁর ভাই তেজপ্রতাপের ধর্মের প্রতি ভক্তি-ভালবাসা নিয়ে প্রশ্ন তোলেন না বিজেপি নেতারাও। এদিন তেজপ্রতাপ শিবমন্দিরে গিয়ে বাবা ভোলেনাথের মূর্তিকে জড়িয়ে দুধ স্নান করলেন। তেজপ্রতাপকে দুধ স্নান করালেন এক সন্ন্যাসী। তেজপ্রতাপ আগেই বলেছিলেন, শেষ জীবনে তিনি শিবের কাছে নিজেকে সমর্পণ করবেন।

এদিন দুধ স্নানের ভিডিয়ো নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে তেজপ্রতাপ লিখলেন, মহাদেব হলেন আসল সত্যির প্রতীক। মহাদেবকে জড়িয়ে ধরা মানে নিজেকে খুঁজে পাওয়া। অনেক অশান্তির মাঝে শান্তিকে খুঁজে পাওয়াই হল মহাদেবকে খুঁজে পাওয়া।

দেখুন ভিডিয়ো

২০১৫-১৭ নীতীশ কুমারের মন্ত্রিসভায় বিহারের পরিবেশ মন্ত্রী হিসেবে কাজ করেন হাসানপুরের বিধায়ক তেজপ্রতাপ। হাসানপুরের বিধায়ক তেজপ্রতাপ বিয়ে করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা প্রসাদ রাই ও বিধায়িকা চন্দ্রিকা রাইয়ের মেয়ে ঐশ্বর্য রাই-কে। কিন্তু বছরখানেক পর তেজপ্রতাপের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদ করেন ঐশ্বর্য রাই।